5,000mAh য়ের ব্যাটারি আর ডুয়াল ক্যামেরার সঙ্গে চিনে লঞ্চ হল Honor Note 10

5,000mAh য়ের ব্যাটারি আর ডুয়াল ক্যামেরার সঙ্গে চিনে লঞ্চ হল Honor Note 10
HIGHLIGHTS

Honor Note 10 স্মার্টফোনটি চিনে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, আর এই ডিভাইসটি আগামী কাল থেকে কিনতে পাওয়া যাবে

Huawei র সাব ব্র্যান্ড Honor চিনে তাদের Note 10 স্মার্টফোনটি লঞ্চ করে দিয়েছে। Note 10 ফোনটিতে 6.9 ইঞ্চির AMOLED ডিসপ্লে আছে যার রেজিলিউশান 2160×1080 পিক্সাল। আর এটি 18:9 অ্যাস্পেক্ট রেশিওর সঙ্গে HDR 10 ফর্ম্যাট সাপোর্ট করে। আর এই স্মার্টফোনটি কিরিন 970 অক্টা কোর চিপসেট, মালি G72 GPU আর i7 প্রসেসারের সঙ্গে লঞ্চ হয়েছে। এই ডিভাইসটিতে GPU টার্বো টেক, CPU টার্বো টেক আর ডবল টার্বো মোড আছে আর এটি ভাল পার্ফর্মেন্সের দাবি করেছে।

অপ্টিক্সের বিষয়ে আমরা যদি কথা বলি তবে এই ডিভাইসের ব্যাকে ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে, যার মধ্যে একটি 24 মেগাপিক্সালের প্রাইমারি সেন্সার আর অন্যটি 16 মেগাপিক্সালের সেকেন্ডারি সেন্সার যা AI পাওয়ার্ড সিন রেকগজেশানের সঙ্গে এসেছে। আর এই ডিভাইসে সেলফি নেওয়ার জন্য ফ্রন্টে 13 মেগাপিক্সালের ক্যামেরা দেওয়া হয়েছে।

এই ডিভাইসটিতে একটি 5,000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে যা ফাস্ট চার্জিং প্রযুক্তি যুক্ত। আর কানেক্টিভিটির জন্য এই ফোনে ডুয়াল সিম কার্ড সল্ট, 4G VoLTE, Wi-Fi, ব্লুটুথ 4.2LE, GPS, NFC আর USB টাইপ C অফার করা হয়েছে। আর আমরা যদি এই ফোনের সফটোয়্যারের বিষয়ে কথা বলি তবে এতে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও নির্ভর EMUI 8.2 আছে।

Honor Note 10 স্মার্টফোনটি চিনে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ডিভাইসের 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম RMB 2,799(প্রায় 28,100 টাকা) 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টয়ের দাম RMB 3,199(প্রায় 32,100 টাকা) আর এর 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম RMB 3,599 (প্রায় 36,100টাকা) দামে কেনা যেতে পারে। আর এই ডিভাইসটির সেল চিনে 1 আগস্ট মানে আগামী কাল হবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo