এটি এই ফোনের লাক্সারি ভার্শান, যা একটি রাশিয়ান কোম্পানি তৈরি করেছে আর এই ফোনটিতে ডোনাল্ড ট্রাম্প আর ভ্লাদিমির পুতিনের ছবি দেওয়া হয়েছে G-20 সামিট উপলক্ষে
নোকিয়ার ফিচার ফোন নোকিয়া ৩৩১০ এবার আরও স্পেশাল হয়ে উঠেছে। এই ফোনটির একটি স্পেশাল ভার্শনের দাম $2500 (আনুমানিক Rs. 1,61,400)। অবাক হচ্ছেন তো। আসলে এই ফোনটি একটি রাশিয়ান কোম্পানি তৈরি করেছে। এবং এই ফোনটির নাম দেওয়া হয়েছে পুতিন-ট্রাম্প এডিশান। এই নোকিয়ার ফোনটি দুর্মূল্য মেটাল টিটেনিয়াম আর গোল্ড দিয়ে তৈরি করা হয়েছে। এই ফোনটি এই দুই রাষ্ট্র প্রধানের G-20 সামিটের মিটিং উপলক্ষে তৈরি করা হয়েছে, এই সামিটটি জার্মানির হামবুর্গ শহরে হবে।
এই কোম্পানিটি এই ফোনটির নাম দেওয়া হয়েছে কার্নিভার। এই স্পেশাল ফোনটি এর অরজিনাল ভার্শনের মতনই। এই ফোনটিতে ডুয়াল সিম স্লট আছে। এতে একটি 2MP’র রেয়ার ক্যামেরা আছে আর এই ফোনটি 2G কানেক্টিভিটি যুক্ত। এই ফোনের ব্যাটারির টক টাইম 22 ঘন্টার।
প্লাস্টিক বডির বদলে এই লাক্সারি ফোনটিতে টিটেনিয়াম বডি ডামাস্কাস স্টিল প্যার্টানের সঙ্গে দেওয়া হয়েছে। এই ডিভাইসের ব্যাক সাইডে ভ্লাদিমির পুতিন আর ডনাল্ড ট্রাম্পের ছবির ব্যাডজ দেওয়া হয়েছে যা গোল্ড প্লেটেড। এর নিচে একটি G-20 সামিটের লোগো দেওয়া হয়েছে। ক্যামেরার উপরে ইউনিট নম্বর দেওয়া হয়েছে। এই ফোনটি এখন প্রিঅর্ডারের জন্য পাওয়া যাচ্ছে, তবে এই ফোনটি কে প্রথম কিনবে তা এখনই বলা যাচ্ছে না।