Vivo X21 ফোনটিতে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকতে পারে

Updated on 08-Mar-2018
HIGHLIGHTS

এতে স্ন্যাপড্র্যাগন 670 প্রসেসারের সঙ্গে 6GB র‍্যামও থাকতে পারে

আগামী কিছু সপ্তাহের মধ্যে ভিভো তাদের একটি নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস নিয়ে আসতে পারে। এমনিতে কোম্পানি সম্প্রতি Vivo Apex নিয়ে এসেছে। এর আগে কোম্পানি Vivo X20 UD এডিশান ফোনটিও নিয়ে এসেছিল, এই ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও আছে।

কোম্পানি Vivo Apex ফোনটিতেও আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হেয়ছে। আর এখন খবর পাওয়া গেছে যে Vivo X21 ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকতে পারে। আর সম্প্রতি এটি 3C সার্টিফিকেশান পেয়েছে।

আর এবার Vivo X21 একটি নতুন পোস্টার অনলাইনে দেখা গেছে।এই পোস্টারটির মাধ্যমে এই ফোনটির প্রধান স্পেক্সের বিষয়ে জানা গেছে। এই ফোনটিতে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে ডিসপ্লের ওপরে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও থাকতে পারে। আশা করা হচ্ছে যে এই ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকতে পারে।

আর এর সঙ্গে এও জানা গেছে যে এই ফোনটিতে স্ন্যাপড্র্যাগন 670 প্রসেসারের সঙ্গে 6GB র‍্যামও থাকতে পারে। এমনিতে এই ফোনটির বিষয়ে আর কোন খবর পাওয়া যায়নি।

সোর্সঃ

Connect On :