স্ন্যাপড্র্যাগন 710 আর ট্রিপেল রেয়ার ক্যামেরার সঙ্গে Lenovo Z5s লঞ্চ হল

Updated on 19-Dec-2018
HIGHLIGHTS

Lenovo Z5s ফোনটি কোম্পানি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে আর এই ডিভাইসটি একটি স্পেশাল এডিশানও লঞ্চ করা হয়েছে

বৈশিষ্ট্য

  • Lenovo Z5s ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে
  • এই স্মার্টফোনটিতে ওয়াটারড্রপ নচ আর ট্রিপেল রেয়ার ক্যামেরা আছে
  • এই স্মার্টফোনটির স্পেশাল এডিশান Lenovo Z5s Zhu Yilong কাস্টম এডিশান হিসাবে লঞ্চ করা হয়েছে

 

Lenovo Z5s য়ের দাম

Lenovo Z5s ফোনটির 4GB/64GB ভেরিয়েন্টের দাম CNY 1,398(প্রায় 14,400 টাকা রাখা হয়েছে। এই ডিভাইসের 6GB/64GB ভেরিয়েন্টের দাম CNY 1,598(প্রায় 16,400 টাকা) আর এই ফোনের 6GB/128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম CNY 1,898(প্রায় 19,500 টাকা) রাখা হয়েছে। আর এই ফোনটি অরেঞ্জ, স্টেরি ব্ল্যাক আর টাইটেনিয়াম ক্রিস্টাল ব্লু কালার অপশানে কেনা যাবে। আর কোম্পানি বলেছে যে এই ফোনটি 24 ডিসেম্বর থেকে কেনা যাবে। আর কোম্পানি স্পেশাল Lenovo Z5s Zhu Yilong কাস্টম মডেলও লঞ্চ করেছে এর দাম CNY 1,998 (প্রায় 20,500 টাকা) আর এই ফোনটি কোম্পানি 12 জানুয়ারি থেকে শিপিং করবে।

Lenovo Z5s য়ের স্পেসিফিকেশান

Lenovo Z5s ফোনটি ওয়াটারড্রপ নচ আর কম বেজেল যুক্ত 6.3 ইঞ্চির LTPS ডিসপ্লে রন্সগে লঞ্চ করা হয়েছে। লেনোভো একে “Microporous drop screen” বলেছে। আর ডিসপ্লে স্ক্রিনের স্ক্রিন টু বডি রেশিও 92.6% আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:5:9 আর এই ফোনের রেজিলিউশান 1080×2340 পিক্সাল, আর এই ফোনটির পিক ব্রাইটনেস 450 nits। আর এই স্মার্টফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 710 অক্টা কোর প্রসেসার দেওয়া হয়েছে আর এটি অ্যাড্রিনো 616 GPU যুক্ত। আর এই ফোনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যেম 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।

Lenovo Z5s ফোনটির ব্যাকে গ্রেডিয়েন্ট টেক্সচার দেওয়া হয়েছে আর এটি P2i ন্যানো অ্যান্টি স্প্লেটার কাটিং গ্লাস প্রোটেকশান যুক্ত। আর এই স্মার্টফোনটি ট্রিপেল রেয়ার ক্যামেরা যুক্ত।ক্যামেরা মডিউলের ঠিক নীচে একটি ফ্ল্যাশ দেওয়া হয়েছে আর এর ব্যাক প্যানেলে সেটিংসে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে।

এই ফোনের মেন ক্যামেরা 16MP আর আর যা 6P লেন্স আর f/1.8 অ্যাপার্চার যুক্ত আর এই ফোনের দ্বিতীয় ক্যামেরাটি 8MP র টেলিফটো লেন্স আর একটি 5MPর ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত। আর এই ডিভাইসের ফ্রন্টে একটি 16MP র ক্যামেরা দেওয়া হয়েছে যার অ্যাপার্চার f/2.0।  

Connect On :