কোম্পানি 2018 সালে তাদের ফোনের জন্য অ্যান্ড্রয়েড Oreo’র আপডেট শুরু করবে
গুগল অ্যান্ড্রয়েডের নতুন ভার্শান নিয়ে এসেছে। অ্যান্ড্রয়েডের নতুন ভার্শানের নাম অ্যান্ড্রয়েড Oreo রাখা হয়েছে। বিগত বেশ কিছু সময় ধরে এই নতুন অ্যান্ড্রয়েড ভার্শানের অপেক্ষা করা হচ্ছিল। এতে বেশ কিছু নতুন ফিচার্স আছে, যেমন- পিকচার-টিপিকচার মোড, অটোফাইল, ইন্সট্যান্ট অ্যাপ, গুগল প্লে প্রোটেক্টার ইত্যাদি। সবাই জানে যে, এই অ্যান্ড্রয়েডের নতুন ভার্শানের আপডেট পেলে সেই সব ফোন গুলি আরও সব ফিচার্স যুক্ত হবে। আর তাই এখন সবাই চায় যে এই নতুন অ্যান্ড্রয়েড ভার্শানটি তাদের ফোনে সবার আগে আসুক। আজকে সেরা ডিল ফ্লিপকার্ট আর অ্যামাজনে
এবার যে খবর পাওয়া গেছে তাতে সাওমি ইউজার্সরা খুব খুসি হবে। আসলে সাওমির যে ফোনে অ্যান্ড্রয়েড Oreo’র আপডেট পাওয়া যাবে সেই ফোন গুলির নাম জানা গেছে। মনে করা হচ্ছে যে কোম্পানি 2018 সালে তাদের ফোনের জন্য অ্যান্ড্রয়েড Oreo’র আপডেট দেওয়া শুরু করে দেবে। আসা করা হচ্ছে যে সাওমির এই ফোন গুলিতে অ্যান্ড্রয়েড Oreo’র আপডেট পাওয়া যাবে।
1.Xiaomi Redmi Note 3 2.Xiaomi Redmi 4A 3.Xiaomi Redmi Note 4 4.Xiaomi Mi 5S 5.Xiaomi Mi 5S Plus 6.Xiaomi Redmi 3S 7.Xiaomi Redmi 3S Prime 8.Xiaomi Mi 5 9.Xiaomi Redmi 4X 10.Xiaomi Redmi Note 4X 11.Xiaomi Redmi 4 12.Xiaomi Mi Mix 13.Xiaomi Mi 5C