Valentine’s Day তে এই স্মার্টফোন গুলি উপহার দিতে পারনে

Valentine’s Day তে এই স্মার্টফোন গুলি উপহার দিতে পারনে
HIGHLIGHTS

আপনারা যদি ভ্যালেন্টাইন ডেতে আপনার কাছের মানুষদের সেরা উপহার দিতে চান তবে আজকে আমরা আপনাদের 5000 টাকা দামের দারুন কিছু স্মার্টফোনের কথা বলব যা এই সময়ের সেরা উপহার হতে পারে

আর বেশি দিন নেই আসতে চলেছে ভ্যালেন্টাইন ডে। আর এই সময়ে আপনারা আপনাদের কাছের মানুষদের কি উপহার দেবেন সেই নিয়ে হয়ত ভাবছেন। তবে আপনাদের কাছে সে সব অপশান আছে তার মধ্যে কিছু কম দামের দারুন স্মার্টফোনের খবর আজকে আমরা আপনাদের দিচ্ছি। এগুলি ভাল স্মার্টফোন আর এদের দাম 5000 টাকার মধ্যে।

iVoomi I2

iVoomi i2 ফোনটি একটি ভেরিয়েন্টে পাওয়া যায় আর মধ্যে 5.45 ইচনির HD+ ডিসপ্লে আছে আর এর রেজিলিউশান 720×1440 পিক্সাল। আর এই ফোনে মিডিয়াটেক MTK6739 SoC আছে। আর এই ডিভাইসটি 3GB র‍্যাম আর 32GB স্টোরেজের ফোন। আর এই ফোনের স্টোরেজ আপনারা 128GB পর্যন্ত এক্সপেন্ড করতে পারবেন। আর এই ফোনে হাইব্রিড কার্ড স্লট দেওয়া হয়েছে আর এই জন্য এই ফোনে আপনার এক সঙ্গে দুটি সিম আর মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করতে পারবেন না।

Asus Zenfone Lite L1

Zenfone Lite L1 ফোনে আপনারা 5.45 ইঞ্চির HD+ ডিসপ্লে পাবেন আর এর রেজিলিউশান 1440×720পিক্সাল। আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 18:9 আর এই ফোনে 400 nits পর্যন্ত ব্রাইটনেস হিট করে।

এই ফোনে আপনার কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 430, 2GB র‍্যাম আর 16Gb স্টোরেজ পাবেন আর এর সঙ্গে এই ফোনে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর এই ফোনের ব্যাকে 13 মেগাপিক্সালের ক্যামেরা আছে যা f/2.0 অ্যাপার্চার যুক্ত। আর এই ফোনে ফ্রন্টে আপনারা 5মেগাপিক্সালের f/2.2 অ্যাপার্চার যুক্ত ক্যামেরা পাবেন যা HDR মোড সাপোর্ট করে। ফোনটি মেটাল ফিনিসের সঙ্গে আর এই ফোনে আপনারা 3,000mAh য়ের ব্যাটারি পাবেন।

Xolo Era 4X

ভারতের ইউজার্সরা এই ফোনে 22টি ভারতীয় ভাষার সাপোর্ট পাবেন আর এই ফোনে আপনি নিজের পছন্দের ভাষা পাবেন। আর এই ফোনে 1GB র‍্যাম 2GB রোম আর 16GB এক্সপেন্ডেবেল স্টোরেজ আছে। আর এইউ ফোনের 1Gb ভেরিয়েন্টটি আপনারা 4,444 টাকায় কিনতে পারবেন। আর এর 2GB ভেরিয়েন্টের দাম 5,555 টাকা।

Karbon K9 Smart 4G

এই স্মার্টফোনের স্পেক্স আর ফিচারে 1.2Ghz কোয়াড কোর মিডিয়াটেক প্রসেসার মালি T720 আছে। আর এই ফোনে 1GB র‍্যামের সঙ্গে অ্যান্ড্রয়েড 6.0 মার্সমেলো দেওয়া হয়েছে। আর এইফ অনে 5MP র রেয়ার আর ফ্রন্ট ক্যামেরা আছে। আর এই ফোনে 5ইঞ্চির FWVGA ডিসপ্লে আছে যা 854x480p যুক্ত। আর এই ফোনের টকটাইম 250 ঘন্টার এটি একটি 2G ফোন।, এর ইন্টারনাল স্টোরেজ 8GB।

Lava Z61

স্পেসিফিকেশানের ক্ষেত্রে এই ফোনে 5.45 ইঞ্চির HD+ ফুল ভিউ ডিসপ্লে দেওয়া হয়েছে আর এর রেজিলিউশান 1440×720 পিক্সাল। আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 18:9 আর এই ফোনে কর্নিং গোরিলা গ্লাস আছে। ফোনে আপনারা 1GB র‍্যাম আর 16Gb স্টোরেজ পাবেন আর এই ফোনটি আগস্ট মাসে 2GB র‍্যাম আর 16GB স্টোরজে কেনা যাবে।

ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে আপনারা 8 মেগাপিক্সালের রেয়ার আর 5মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা পাবেন আর এর ব্যাটারি 3,000mAh য়ের। এই ফোনটি 8.65mm য়ের থিকনেস যুক্ত।

Micromax Spark Vdeo

এই ডিভাইসে ভিডিও কলিং আর গুগলের প্রথম ইন্সটল্ড। আর এছাড়া এই ফোনে .45 ইঞ্চির স্ক্রিনা ছে আর এর ব্যাটারি 1800mAH । এই ফোনে প্রসেসার কোয়াড কোর কোয়াল্কম চিপসেটের। আর এই ফোনের ইন্টারনাল স্টোরেজ 8Gb । ফোনটি অ্যান্ড্রয়েড 6.0 মার্সমেলো যুক্ত। আর ফোনে 5 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আর 2 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা আছে। এই ফোনটি 12টি ভাষা সাপোর্ট করে। এর মধ্যে বাংলা সহ হিন্দি, পাঞ্চাবি, মারাঠাই, তেলেগু, তামিল ইত্যাদি ভাষা আছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo