এই ফোন গুলি বিভিন্ন র্যা ম ও ইন্টারনাল স্টোরেজ যুক্ত
আজকে ফ্লিপকার্ট বেশ কিছু ভাল স্মার্টফোনের ওপরে ডিস্কাউন্ট দিচ্ছে। আজ আমরা আপনাদের সেইরকম কিছু স্মার্টফোনের কথা বলব। এখানে থাকা স্মার্টফোন গুলি বিভিন্ন র্যামের স্মার্টফোন। তাই আপনার যে ফোনটি পছন্দ হয় সহজেই তা নিজের করতে পারবেন।
XOLO ERA 3 এই স্মার্টফোনটির দাম এমনিতে ৫,৯৯৯ টাকা তবে আজকের ১৬% ডিস্কাউন্টের পরে আপনি এটি ৪,৯৯৯ টাকায় নিজের করতে পারবেন। এই ডিভাইসের র্যাম 1 GB আর ইন্টারনাল স্টোরেজ 8 GB। এখান থেকে কিনুন।
Moto E4 Plus, ফ্লিপকার্ট থেকে এটি আয়রন গ্রে কালারে ৯,৯৯৯ টাকায় আপনার হতে পারে। এই স্মার্টফোনটির র্যাম 3 GB আর ইন্টারনাল স্টোরেজ 32 GB। এই ফোনটির ডিসপ্লে সাইজ 5.5ইঞ্চির। এখান থেকে কিনুন।
Moto X4 স্মার্টফোনটির ২২,৯৯৯ টাকায় আপনার হতে পারে। এই স্মার্টফোনটিতে 4 GB র্যাম আর 64 GB স্টোরেজ আছে। এখান থেকে কিনুন।
Panasonic Eluga I5 ফোনটির দাম এমনিতে ৮,৯৯০ টাকা তবে ফ্লিপকার্টে ২৭% ডিস্কাউন্টের পরে এই ফোনটি ৬,৪৯৯ টাকায় কেনা যেতে পারে। এখান থেকে কিনুন।
Moto C Plus স্মার্টফোনটি ৬,৯৯৯ টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এই ডিভাইসে 2 GB র্যাম আর 16 GB স্টোরেজ আছে এর ব্যাটারি 4000 mAh এর। এখান থেকে কিনুন।
Mi Max 2 এই ফোনটির দাম এমনিতে ১৬,৯৯৯ টাকা তবে ফ্লিপকার্টে এটি ৫% ডিস্কাউন্টের পরে ১৫,৯৯৯ টাকায় কেনা যেতে পারে। এই ফোনটির র্যাম 4 GB আর ইন্টারনাল স্টোরেজ 64 GB এখান থেকে কিনুন।