15,000টাকা দামের মধ্যে কিছু সেরা ফ্লিপকার্ট ফোন

15,000টাকা দামের মধ্যে কিছু সেরা ফ্লিপকার্ট ফোন
HIGHLIGHTS

আজকের এই তালিকায় 4টি ক্যামেরা যুক্ত স্মার্টফোনও নিজের যায়গা করে নিয়েছে

ফ্লিপকার্ট প্রায়ই কোন না কোন ডিভাইসের ওপরে ডিস্কাউন্ট দেয়। আর আজকে আমরা আপনাদের কাছে এমন কিছু সেরা ফ্লিপকার্ট ফোনের সন্ধান নিয়ে এসেছি যার দাম 15,000টাকার মধ্যে। আর এর মধ্যে 4টি ক্যামেরা যুক্ত স্মার্টফোনও আছে। এখান থেকে কোন ফোন আপনার পছন্দ হলে তা সহজেই নিজের করতে পারবেন। আসুন তবে দেখা যাক যে আজকে ফ্লিপকার্ট কোন কোন জিনিসের ওপর কেমন ডিস্কাউন্ট দিচ্ছে।

Honor 9 Lite

এই হনারের ফোনটি আজকে ফ্লিপকার্ট থেকে 14,999টাকায় কেনা যাবে। এর আসল দাম সাইটে 16,999টাকা বলা হয়েছে। এটি 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট যুক্ত। এটি একটি 5.65ইঞ্চির ফোন যাতে রেয়ারে 13MP+2MP আর 13MP+2MPফ্রন্ট ক্যামেরার সঙ্গে মোট চারটি ক্যামেরা দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।

Samsung Galaxy On6

এই স্যামসং ফোনটি আজকে ফ্লিপকার্টে 14,490টাকায় কেনা যাবে। আর এর আসলদ আম সাইটে 15,490টাকা বলা হয়েছে। আর এই ফোনটি 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ যুক্ত। এই 5.6 ইঞ্চির ফোনটিতে একটি 13MP র রেয়ার ক্যামেরা আর 8MP র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।

Asus Zenfone Max Pro M1 

এই ফোনটিও আপনারা ফ্লিপকারটে 12,999টাকায় কিনতে পারবেন। এর র‍্যাম 4GB আর এর স্টোরেজ 64GB। এই ফোনটিতে 5.99ইঞ্চির ফুল HD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা 13MP+5MP আর এর ফ্রন্ট ক্যামেরা 8MPর। এখান থেকে কিনুন।

Mi Max 2 

আজকে এই ফোনটি 14,999টাকায় কেনা যাবে। এর আসল দাম সাইটে 16,999টাকা দেওয়া হয়েছে। এই ফোনটি ব্ল্যাক কালারে কেনা যাবে। এর র‍্যাম 4GB আর এর স্টোরেজ 64GB। এই ফোনটিতে 6.44ইঞ্চির ডিসপ্লে আর 5300mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।

Samsung Galaxy On Nxt

আজকে এই স্যামসং ফোনটি ফ্লিপকার্ট থেকে 12,900টাকায় কেনা যাবে। আর এই ফোনের আসল দাম সাইটে 17,900টাকা বলা হয়েছে। এই ফোনটির র‍্যাম 3GB আর এর স্টোরেজ 64GB। এই ফোনটিতে 5.5 ইঞ্চির ফুল HD ডিসপ্লে দেওয়া হেয়ছে। এর ব্যাটারি 3300mAh য়ের। এখান থেকে কিনুন।

Samsung Galaxy On Max

এই স্যামসংয়ের ফোনটি আজকে ফ্লিপকার্ট থেকে 13,900টাকায় কেনা যাবে। আর এর সাল দাম সাইটে 16,900টাকা বলা হয়েছে। এই ফোনটিতে 4GB র‍্যাম আর 32GB স্টোরেজ দেওয়া হয়েছে। এটি আজকে ব্ল্যাক কালার অপশানে কেনা যাবে। এই ফোনের ব্যাটারি 3300mAhয়ের। আর এই ফোনটির রেয়ার ক্যাএম্রা 13MP আর এর ফ্রন্ট ক্যামেরাও 13MP র। এখান থেকে কিনুন।

Samsung Galaxy J7 Prime 2

এই স্যামসংয়ের ফোনটি আজকে ফ্লিপকার্টে 12,990 টাকায় কেনা যাবে। আর এর আসল দাম সাইটে 14,990টাকা বলা হয়েছে। এর র‍্যাম 3GB আর এর স্টোরেজ 32GB। আর এই ফোনটিতে একটি 5.5 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে এর ব্যাটারি 3300mAhয়ের। এখান থেকে কিনুন।

অন্যান্য ডিলের জন্য এখানে ক্লিক করুন।

নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারে কিছু পরিবর্তন হতে পারে, তবে সাইটে ডিভাইসের দাম আর অফারের পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।

এবার Cashify তে নিজেদের পুরনো মোবাইল বিক্রি করে সঙ্গে সঙ্গে টাকা পান। 200টাকার এক্সট্রাক্যাশব্যাকে পাওয়ার জন্য DIGIT কোডের ব্যাবহার করুন

 

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo