2022 এখনও শেষ হয়নি। হাতে এখনও প্রায় সপ্তাহখানেক সময় আছে, অথচ তার মধ্যেই একাধিক স্মার্টফোন ব্র্যান্ড ঘোষণা করে দিয়েছে যে আগামী বছরের একদম শুরুর দিকে তারা কে কবে কোন ফোন লঞ্চ করত চলেছে। জানা গিয়েছে 2023 সালের একদম শুরুর দিকে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারিতে একাধিক 5G ফোন লঞ্চ করবে দেশে। এই ফোনগুলোর তালিকায় আছে Redmi Note 12 সিরিজ, Oneplus 11 5G, IQOO 11 5G, ইত্যাদি। এমনকি Samsung Galaxy এর Flagship ফোন Samsung Galaxy S23ও আগামী বছরের শুরুতেই লঞ্চ করতে চলেছে। কিন্তু কবে সেটা এখনো জানা যায়নি। তাহলে আসুন দেখে নেওয়া যাক, আগামী বছরের শুরুতে, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কোন কোন ফোন লঞ্চ করতে চলেছে।
এই ফোনের সিরিজটা আগামী 5 জানুয়ারি লঞ্চ করতে চলেছে চিনের মতোই। এই সিরিজের Redmi Note 12 Pro এবং Redmi Note 12 Pro Plus লঞ্চ করতে চলেছে। Redmi Note 12 Pro Plus ফোনটি এই সিরিজের টপ এন্ড মডেল, চিনে লঞ্চ হওয়া এই মডেলে যে যে ফিচার রয়েছে সেই একই ফিচার এই ফোনেও আছে। 6.67 ইঞ্চির Full HD+ OLED ডিসপ্লে থাকবে এই ফোনে। এখানে মিলবে 120 HZ রিফ্রেশ রেট। সঙ্গে থাকবে Dolby Vision, HDR 10+। এই ফোনের সর্বোচ্চ ব্রাইটনেস হল 900 নিটস। MediaTek Dimensity 1080প্রসেসরের সাহায্যে এই ফোনটি পরিচালিত হয়। 200W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি আছে।
এই ফোনটি আগামী 7 ফেব্রুয়ারি লঞ্চ করতে চলেছে। এই ফোনে থাকবে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর। এই প্রসেসর 2023 সালের সমস্ত Flagship ফোনে থাকতে চলেছে। এছাড়া এই ফোনে মিলবে একটি হাই স্টোরেজ এবং দারুন ফাস্ট পারফরমেন্স। এখানে 100W ফাস্ট চার্জিং এর সুবিধা থাকবে সঙ্গে থাকবে 80W ফাস্ট চার্জার। সঙ্গে 5000mAh ব্যাটারি থাকবে এই ফোনে। এছাড়া ওয়্যারলেস চার্জিং সহ ওয়াটার রেজিস্ট্যান্স সুবিধাও মিলবে। স্টিরিও স্পিকার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইত্যাদি মিলতে চলেছে এই ফোনে।
এই ফোনের প্রাইমারি ক্যামেরায় থাকবে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 32 মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি ক্যামেরা। তৃতীয় ক্যামেরা থাকবে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা হিসেবে। এখানে একটি 6.7 ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকবে কোয়াড HD+ রেজোলিউশন সহ। সঙ্গে 120 HZ রিফ্রেশ রেট থাকবে এই ডিসপ্লেতে।
এটি IQOO 11 5G- এর Flagship ফোন হতে চলেছে। এখানে একটি 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকবে 144 HZ রিফ্রেশ রেট সহ। Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসরের সাহায্যে এই ফোনটি পরিচালিত হবে। 120W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি 5000mAh ব্যাটারি আছে এই ফোনে। প্রাইমারি ক্যামেরায় মিলবে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর, সঙ্গে আরও দুটি ক্যামেরায় থাকবে 8 এবং 13 মেগাপিক্সেলের সেন্সর। অ্যান্ড্রয়েড 13 এর সাহায্যে চলবে এই ফোন।