digit zero1 awards

4GB র্যা ম যুক্ত এই স্মার্টফোন গুলির ওপর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

4GB র্যা ম যুক্ত এই স্মার্টফোন গুলির ওপর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে
HIGHLIGHTS

এই তালিকায় Asus, Moto, VIVO আর Lenovo ইত্যাদির মতন ফোন আছে

আজকে আমরা আপনাদের ফ্লিপকার্টের সেই স্মার্টফোন গুলির কথা বলব যার ওপরে ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোন গুলি 4GB র‍্যাম আর 64 GB স্টোরেজ যুক্ত। আপনি যদি আপনার জন্য নতুন স্মার্টফোন কিনতে চান বা কাউকে উপহার দিতে চান তবে এই স্মার্টফোনের তালিকাটি আপনাদের কাজে লাগতে পারে। তবে একবার আজকের এই স্মার্টফোনের তালিকাটি দেখে নেওয়া যাক।

  • Asus Zenfone Selfi Dual Camera স্মার্টফোনটির ওপরে ফ্লিপকার্ট আজকে ৬% এর ডিস্কাউন্ট দিচ্ছে আর তার প্রে ফোনটি আপনি Rs 14,999 টাকায় কিনতে পারবেন। এর আসল দাম অবশ্য সাইটে Rs. 15,999 বলা হয়েছে। এখান থেকে কিনুন।
  • Moto M স্মার্টফোনটির দামের ওপরে ফ্লিপকার্ট ৫% এর ডিস্কাউন্ট দিচ্ছে আর এর পরে এই ফোনটি আপনি Rs.15,999 তে কিনতে পারবেন এর আসল দাম Rs. 16,999। এই ফোনটির র‍্যাম 4 GB আর ইন্টারনাল স্টোরেজ 64 GB। এখান থেকে কিনুন।   
  • Yu Yureka 2 স্মার্টফোনটির ওপরে ১৪% এর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে আর এর পরে এই স্মার্টফোনটির দাম Rs 13,999 থেকে কমে Rs.11,999 হয়েছে। এই ডিভাইসটিতে 4 GB র‍্যাম আর 64 GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।
  • Vivo V5 Plus ফোনটির দাম এমনিতে Rs 25,990 কিন্তু এই ফোনটির ওপরে ২৩% ডিস্কাউন্টের পরে স্মার্টফোনটি Rs.19,990 কিনতে পাওয়া যাচ্ছে। এই ডিভাইসটিতে 4 GB র‍্যাম আর 64 GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।  
  • Lenovo Vibe K5 Note স্মার্টফোনটির দাম এমনিতে Rs.13,499 কিন্তু ফ্লিপকার্টে ১১% ডিস্কাউন্টের পরে ফোনটি Rs.11,999 টাকায় কিনতে পাওয়া যাবে। এই ডিভাইসটিতে 4 GB র‍্যাম আর 64 GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।  
Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo