স্ন্যাপড্র্যাগন 660 আর ডুয়াল ক্যামেরার সঙ্গে Xiaomi Mi 6X ফোনটি চিনে লঞ্চ হল

স্ন্যাপড্র্যাগন 660 আর ডুয়াল ক্যামেরার সঙ্গে Xiaomi Mi 6X ফোনটি চিনে লঞ্চ হল
HIGHLIGHTS

চিনে 27 এপ্রিল সকাল 10টায় এই ডিভাইস্টি কিনতে পাওয়া যাবে

Xiaomi Mi 6X স্মার্টফোনটি চিনে লঞ্চ হয়েছে আর এই স্মার্টফোনটি Mi 5Xয়ের জায়গা নেবে। Mi 6X ফোনটি এখনকার ট্রেন্ড অনুসারে ফুল স্ক্রিন ডিজাইন আর রেয়ার ক্যামেরা সেটআপ যুক্ত। আর এর সঙ্গে এই ফোনটি একটি সস্তার স্মার্টফোন যাতে স্ন্যাপড্র্যাগন 660 চিপসেট আছে।

Xioami MI 6X স্মার্টফোনটি মেটাল বডির আর কার্ভড প্যানেল যুক্ত ডিভাইসটিকে আল্ট্রা-সিম বানানোর জন্য কোম্পানি এই ডিভাইসে 3.5mmয়ের অডিও জ্যাকও দেয়নি, আর এই ডিভাইসের থিকনেস 7.3mm। এই ডিভাইসটি বেশ কয়েকটি কালারে পাওয়া যাবে যেমন পিঙ্ক, রেড প্লাম, গ্লেশিয়ার ব্লু, কিংসড গোল্ড আর ব্ল্যাক স্টোন। আর এই ডিভাইসের ব্যাকে ভার্টিকাল ডুয়াল ক্যামেরা সেটআপ আর ফিঙ্গারপিরন্ট সেন্সার আছে। এই ডিভাইসের টপে IR ব্লাস্টার আর ফোনের নিচে USB-C টাইপ পোর্ট আছে।

Paytm Deals: আজকে এই হেডফোন গুলি ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পাওয়া যাচ্ছে

এই ডিভাইসটির ব্যাকে একটি 20 মেগাপিক্সালের ডুয়াল ক্যামেরা সেআপ f/2.2অ্যাপার্চারের সঙ্গে দেওয়া হয়েছে আর এটি Sony IMX486 সেন্সার যুক্ত যার পিক্সাল সাইজ 1.25um আর এর সেকেন্ডারি ক্যামেরাটি একটি টেলিফটো লেন্স যুক্ত। এটিও Sony IMX376 সেন্সার আর f/1.75 যার পিক্সাল সাইজ 1.25um। আর সেলফি নেওয়ার জন্য এতে একটি 20মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা আছে আর যা সফট লাইট LED ফ্ল্যাশ যুক্ত। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরারা মধ্যমে ফোনটি আনলকও করা যাবে।

আর এছাড়া Xiaomi MI 6xস্মার্টফোনটিতে স্ন্যাপড্র্যাগন 660 আছে যা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিন ফিচার যুক্ত। আর এই ডিভাইসটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এর একটি ভেরিয়েন্টে 128GB স্টোরেজ আর 6GB র‍্যাম আছে আর অন্য ভেরিয়েন্টটিতে 4GB র‍্যাম আছে। আর এর ব্যাটারি 3,010mAhয়ের। আর এটি 3.018Wফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর এছাড়া এই ডিভাইসে স্মার্ট AI পাওয়ার ফাংশান আছে।

আমাদের YouTubeয়ে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন

আমাদের Instagramয়ে ফলো করতে এখানে ক্লিক করুন

এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 8.1 ওরিওতে কাজ করে আর এর সঙ্গে এতে MIUI9.5 আছে যা ফুল স্ক্রিন জেসচার যুক্ত। আর এই স্মার্টফোনটিতে Xiao AI ভয়েস অ্যাসিস্টেন্স আছে। এই ডিভাইসটিরত 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,999 Yuan (~$316)। আর এই ফোনটির 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,599 Yuan (~$253) আর ফোনটির 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,799 Yuan (~$285)। চিনে এই ফোনটি 27এপ্রিল সকাল 10টা থেকে কিনতে পাওয়া যাবে।

Digit.in
Logo
Digit.in
Logo