digit zero1 awards

আনলিমিটেড দিওয়ালী স্মার্টফোন গিফটিং গাইডঃ এই উৎসবে গিফট করার জন্য সেরা প্রিমিয়াম, মিড-রেঞ্জ আর বাজেট স্মার্টফোন

আনলিমিটেড দিওয়ালী স্মার্টফোন গিফটিং গাইডঃ এই উৎসবে গিফট করার জন্য সেরা প্রিমিয়াম, মিড-রেঞ্জ আর বাজেট স্মার্টফোন
HIGHLIGHTS

আমরা সব দামের রেঞ্জের সেরা স্মার্টফোন বেছেছি যা আপনারা দিওয়ালীতে উপহার দিতে পারবেন, আসুন দেখা যাক

সামনেই 2018 সালের দিওয়ালী আর আমরা এই সময়ে উপহার দেওয়ার কিছু আইডিয়া হিসাবে কিছু টেক গাইড আপনাদের জন্য নিয়ে এসেছি। দিওয়ালীতে অনলাইনে দারুন সব ডিস্কাউন্টও পাওয়া যায়। আর এই সময়ে স্মার্টফোন কিনলে অনেক কম দামে কেনা যাবে। আর আপনি যদি কাউকে সেরা স্মার্টফোন উপহারে দিতে চান তবে নিজের জন্য কোন স্মার্টফোন কিনতে চান তবে আজকের এই আর্টিকেলটি আপনাদের কাজে আসবে। এই আর্টিকেলে আমরা সব বাজেটের সেরা কিছু স্মার্টফোন নিয়ে এসেছি। আসুন তবে দেখা যাক যে সেরা স্মার্টফোন গিফট করতে চাইলে এই তালিকায় কোন ফোন গুলি আপনি রাখতে পারবেন।

প্রিমিয়াম স্মার্টফোন

iPhone XS, XS Max আর XR

2018 সালের প্রিমিয়াম স্মার্টফোনের কথা বললে প্রথমেই আইফোনের কথাই আসবে। আর এই তালিকার একদম প্রথমে থাকবে iPhone XS Max আর এই দিওয়ালীটি এটি সব থেকে সেরা অপশান হতেই পারে। এই ফোনটির দাম শুরু হচ্ছে 109,900 টাকা থেকে আর এটি এর 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ অপশানের দাম। আর এতে আপনারা ব্রাইট ডিসপ্লে, ফাস্ট আর রিলায়েবেল পার্ফর্মেন্স আর ভাল ক্যামেরা পাবেন।

আর এর থেকে ছোট iPhone XS ফোনটি একটি কমপ্যাক্ট প্রিমিয়াম স্মার্টফোন। এটি 5.8 ইঞ্চির ডিসপ্লে যুক্ত। আর এই ফোনটির সাম শুরু হয় 98,999 টাকা থেকে।

আর iPhone XR ফোনটি ছটি কালার অপশানে পাওয়া যাবে- ব্ল্যাক, PRODUCT (RED), ব্লু, কোরাল হোয়াইট আর ইয়েলো। আর এটি এর বড় দুটি ভেরিয়েন্টের মতন একই রকমের স্পেক্স যুক্ত। পার্থক্য সুদু এই যে এই ফোনে সিঙ্গেল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই নতুন আইফোনটি এখন এখানে কেনাও যাচ্ছে এর দাম শুরু হচ্ছে 76,900 টাকা থেকে।

iPhone XS Max  এখান থেকে কিনুন।

iPhone XS এখান থেকে কিনুন।

iPhone XR এখান থেকে কিনুন।

Google Pixel 3 আর Google Pixel 3 XL

এই সময়ের সব থেকে প্রিমিয়াম স্মার্টফোন হয়ত আইফোন তবে আপনি একটি অসাধারন ক্যামেরার ফোন চাইলে আপনারা এই নতুন Google Picxel 3 আর Pixel 3 XL কিনতে পারবেন। দুটি ফোনই ছবি তোলার জন্য অসাধারন আর অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মধ্যে এতে এই সময়ের সেরা স্পেক্স আছে। আর এই ফোন দুটির রেয়ার আর ফ্রন্ট দুটি ক্যামেরাই দারুন। পিক্সেল 3 য়ের দাম 71,000 টাকা আর 80,000 টাকা আর সেখানে 64GB স্টোরেজের Pixel 3 XL য়ের দাম 83,000 টাকা আর এর 128GB ভেরিয়েন্টের দাম 92,000 টাকা।

Google Pixel 3 এখান থেকে কিনুন।

Google Pixel 3 XL এখান থেকে কিনুন।

Huawei P20 Pro

Huawei P20 Pro ফোনটি একটি সেরা ক্যামেরা যুক্ত ফোনের মধ্যে একটি। আর এই ফোনটিতে লাইকা ব্র্যান্ডেড অপটিক্স দেওয়া হয়েছে। আর এই ফোনটির সুন্দর কালার ট্রিটমেন্ট Huawei P20 Pro কে ফ্ল্যাগশিপ ফিচার দিয়েছে। এটি একটি 6.1 ইঞ্চির ফুল HD+OLED ডিসপ্লের ফোন। আর এটি 4000mAh য়ের ব্যাটারি যুক্ত। এই ফোনটির দাম 64,999 টাকা।

Huawei P2o Pro এখান থেকে কিনুন।

Samsung Galaxy Note 9 আর Galaxy S9 Plus

স্যামসাংয়ের 2018 সালের ফ্ল্যাগশিপ ফোন S9 আর S9+ ও অ্যাপেল আর গুগলের নতুন ফোনের মতনই প্রিমিয়াম। আর এই গ্যালাক্সি নোট 9 ফোনটিতে 6.4 ইঞ্চির ডিসপ্লে 6GB/8GB র‍্যমা র 128GB/512GB স্টোরেজ আর 4000mAh য়ের ব্যাটারি আছে। আর গ্যালাক্সি S9+ ফোনটিতে 6.2 ইঞ্চির ডিসপ্লে, 6GB র‍্যাম আর 64GB/128GB স্টোরেজ আছে আর এর ব্যাটারি 3,500mAh য়ের। আর এই দুটি ফোনই 12MP র ডুয়াল ব্যাক ক্যামেরা যুক্ত গ্যালাক্সি S9 প্লাস ফোনটির দাম শুরু হচ্ছে 64,900 টাকা থেকে আর Galaxy Note 9 য়ের দাম শুরু চ্ছে 67,900 টাকা থেকে।

Samsung Galaxy S9 Plus এখান থেকে কিনুন।

Samsung Galaxy Note 9 এখান থেকে কিনুন।

OnePlus6T

এই নতুন ফ্ল্যাগশিপ ফোনটি এই প্রিমিয়াম দামের রেঞ্জের ফোনের মধ্যে ভাল পার্ফর্মেন্স দেবে। আর এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। আর এই ফোনে একটি AMOLED ডিসপ্লে আর 3,700mAh য়ের ব্যাটারি দেওয়া হেয়ছে। আর এই ফোনটি গুগলের লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 9 পাই যুক্ত। এই ফন্টি অ্যামাজনে কেনা যাবে।

OnePlus 6T এখান থেকে প্রি বুক করুন।

মিড রেঞ্জ স্মার্টফোন

Xiaomi Poco F1

আপনারা যদি একটি মিড রেঞ্জ স্মার্টফোন কিনতে চান তবে Xiaomi Poco F1 ফোনটি ফ্ল্যাগশিপ স্পেক্সের সঙ্গে অ্যাফর্ডেবেল দামে কেনা যাবে। আর এই ফোনটিতে স্ন্যাপড্র্যাগন 845 চিপসেট দেওয়া হেয়ছে। এই ফোনটির দাম শুরু হচ্ছে 20,999 টাকা থেকে। আর এই ফোনটি দুটি অপশানে কেনা যাবে 6GB/8GB র‍্যাম আর 64GB/128GB স্টোরেজ অপশান।

Xiaomi Poco F1 এখান থেকে কিনুন।

Asus ZenFone Max Pro M1

Asus Zenfone Max Pro M1 ফোনটি আসুসের মিড রেঞ্জ সেগমেন্টের একটি সেরা ফোন। আর এই ফোনটিতে 5.99 ইঞ্চির IPS FHD + ফুল ভিউ ডিসপ্লে আছে। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 SoC  দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যাড্রিনো 509 GPU যুক্ত আরত এই ফোনে 5000mAh য়ের ব্যাটারি দএয়া হয়েছে। আর এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরাতে 13MP+5MP র ক্যামেরা আছে। আর এর ফ্রন্টে একটি 8MP র ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটির 3GB/32Gb ভেরিয়েন্টের দাম শুরু হচ্ছে 10,999 টাকা থেকে আর এই ফোনের 4GB/64Gb ভেরিয়েন্টের দাম 12,999 টাকা আর এর বড় ভেরিয়েন্টটি 6GB/64GB র সঙ্গে 14,999 টাকায় কেনা যাবে।

Asus Zenfone Max Pro M1 এখান থেকে কিনুন।

Xiaomi Redmi Note 5 Pro

Xiaomi Redmi Note 5 Pro ফোনটি 15 হাজার টাকার মধ্যে একটি সেরা স্মার্টফোন। আর এই ফোনটি দুদিনের ব্যাটারি লাইফ দেয়। এই ফোনটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যায়। আর 4GB/64GB ভেরিয়েন্টের দাম 14,999 টাকা আর এর 6GB/64Gb ভেরিয়েন্টের দাম 16,999 টাকা। এই ফোনটিতে 5.99 ইঞ্চির FHD+ 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত ডিসপ্লে আছে। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 দেওয়া হয়েছে আর ক্যামেরাতে ডুয়াল রেয়ার ক্যামেরা হিসাবে 12MP+5MP আর ফ্রন্টে একটি 20MP র ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি 4000mAh য়ের।

Xiaomi Redmi Note 5 Pro এখান থেকে কিনুন।

Xiaomi Mi A2

Xiaomi Mi A2 ফোনটি অ্যান্ড্রয়েড ওয়ান প্রোগ্রামে লঞ্চ করা হয়েছে আর এই ফোনটি স্টক অ্যান্ড্রয়েডের OS নির্ভর। আর এই ফোনটি 5.99 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লের ফোন। আর এই ফোনে অক্টা কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 চিপসেট যুক্ত। আর এই ফোনে ভার্টিকালি ডুয়াল রেয়ার ক্যামেরা 12MP+20MP ‘র। আর এই ফোনটির 4GB/64GB ভেরিয়েন্টের দাম 16,999 টাকা আর এর 6GB/128Gb ভেরিয়েন্টের দাম 19,999 টাকা।

Xiaomi Mi A2 এখান থেকে কিনুন।

Honor Play

Honor Play ফোনটি কোম্পানির ফ্ল্যাগশিপ হার্ডওয়্যার যুক্ত। এই ফোনটি 25,000 টাকা দামের ফোনের মধ্যে একটি শক্তিশালী ফোন। এই ফোনটিতে GPU টার্বো ফিচার ব্যাটারির জন্য দেওয়া হয়েছে। এই ফোনটি 6.3 ইঞ্চির FHD+ ডিসপ্লে, কিরিন 970 SoC, 3750mAh য়ের ব্যাটারি যুক্ত। আর এই ফোনটিতে 16MP র AI সেলফি ক্যামেরা আর 16MP+2MP র AI ডুয়াল রেয়ার ক্যামেরা ছে। আর এই হনারের ফোনটি 4GB+64GB র দাম 19,999 টাকা আর এর 6GB+64GB র দাম 23,999 টাকা।

Honor Play এখান থেকে কিনুন।

বাজেট স্মার্টফোন

Xiaomi Redmi 6

Xiaomi র বাজেট স্মার্টফোনের মধ্যে Redmi 6 ফোনটি 5.45 ইঞ্চির HD+ ডিসপ্লে যুক্ত আর এই ফন্টি ব্রাসড মেটালিক ফিনিসের ফোন আর এতে মিডিয়াটেক হেলিও P22 অক্টা কোড় চিপসেট আছে। আর এই ফোনটিতে AI ফেস আনলক আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে। এই ফোনটিতে ডুয়াল রেয়ার ক্যামেরাতে 12MP+5MP র ক্যামেরা ছে। আর এর ব্যাটারি 3000mAh য়ের। এই ফোনটির 3GB+32GB র দাম 7,999 টাকা। আর ফোনটির 3GB+32GB র দাম 9,499 টাকা। এই ফোনটি ফ্লিপকার্ট আর মি ডট কম থেকে ফোনটি স্টকে এলে কেনা যাবে।

Nokia 5.1 Plus

Nokia 5.1 Plus ফোনটি অ্যাভারেজ ডিসপ্লের সঙ্গে সঠিক জিনিস দেয়। এই ফোনটির ক্যামেরা, ব্যাটারি, পার্ফর্মেন্স সব ভাল। এই ফোনটি 10,999 টাকা দামের মধ্যে একটি সেরা ফোন। এই নোকিয়া ফোনটি 5.86 ইঞ্চির HD+ ডিসপ্লে যুক্ত। আর এই ফোনটিতে মিডিয়াটেক হেলিও P60 চিপসেট আছে। আর এই ফোনে 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ আছে যে স্টোরেজকে 254GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়। এই ফোনে 13MP+5MP র ডুয়াল লেনাস আর ফ্রন্টে একটি 8MP র লেন্স দেওয়া হয়েছে। এই ফোনে একটি 3060mAh য়ের ব্যাটারি আছে।

Nokia 5.1 Pus এখান থেকে কিনুন।

Realme 2

Realme 2 ফোনটি একটি ভাল ভ্যালু ফর মানি ফোন আর এই ফোনটিতে 6.2 ইঞ্চির HD+ ডিসপ্লে নচের সঙ্গে দেওয়া হয়েছে। এই ফোনে স্ন্যাপড্র্যাগন 450 SoC আছে। আর এই ফোনটিতে 4,230mAh য়ের ব্যাটারি আছে। এই ফোনটি 13MP র মেন ক্যামেরা আর 2MP র সেকেন্ডারি রেয়ার ক্যামেরা যুক্ত। ফোনটিতে AI নির্ভর 8MP র ফ্রন্ট ক্যামেরা আছে। রিয়েলমির এই ফোনটি 3GB+32GB ভেরিয়েন্টের দাম 8,990 টাকা। আর এর 4GB+64GB ভেরিয়েন্টের দাম 10,990 টাকা।

Realme 2 এখান থেকে কিনুন।

Honor 7A

Honor 7A ফোনটি একটি ভেরিয়েন্টেই পাওয়া যায় 3GB+32Gb আর এর দাম 8,999 টাকা। আর এই ফোনটি 5.7 ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে যুক্ত। কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 430 অক্টাকোর এই ফোনটির ডুয়াল রেয়ার ক্যামেরাতে 13MP+2MP ক্যামেরা আছে আর এর ফ্রন্টে একটি 8MP র ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি 3,000mAh য়ের ব্যাটারি যুক্ত।

Honor 7A এখান থেকে কিনুন।

Lenovo K9

Lenovo K9 ফোনটি বাজেট সেগমেন্ট ফোনে নিজের জায়গা করে নিয়েছে। এই ফোনটির 3GB+ 32GB ভেরিয়েন্টের দাম 8,999 টাকা। আর এই ফোনের একটি 5.7 ইঞ্চির ফুল স্ক্রিন HD+ ডিসপ্লে আছে। আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 18:9। আর এই ফোনটিতে মিডিয়াটেক MT6762 আছে। আর ফোনটি 13MP+5MP র ডুয়াল রেয়ার ক্যামেরা যুক্ত। আর এই ফোনের ফ্রন্টে একটি 5MP র ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটিতে 3000mAh য়ের ব্যাটারি আছে।

Lenovo K9 এখান থেকে কিনুন।

 

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo