Nokia 3.1 আর Nokia 5.1 অ্যান্ড্রয়েড বন স্মার্টফোন মিডিয়াটেক চিপসেটের সঙ্গে লঞ্চ হল

Updated on 30-May-2018
HIGHLIGHTS

নোকিয়া সম্প্রতি তাদের Nokia 6.1 ডিভাইসটি লঞ্চ করেছিল, আর এবার কোম্পানির তরফে Nokia 3.1 আর Nokia 5.1 ও লঞ্চ করে দিয়েছে

Nokia তাদের nokia 3 আর nokia 5 স্মার্টফোনের নতুন ভেরিয়েন্ট হিসাবে তাদের নতুন ফোন Nokia 5.1 আর Nokia 3.1 লঞ্চ করে দিয়েছে। এই দুতি স্মার্টফোন অ্যান্ড্রয়েড বনের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর Nokia 5 স্মার্টফোনটিকে স্ন্যাপড্র্যাগন 450র সঙ্গে লঞ্চ করার পরে Nokia 5.1 স্মার্টফোনটি মিডিয়াটেকের চিপসেটের সঙ্গে লঞ্চ করার কারন বোঝা যায়নি। Nokia 5.1 স্মার্টফোনটিকে মিডিয়াটেক হেলিও P18 প্রসেসারের সঙ্গে লঞ্চ করা হয়েছে, আর এছাড়া Nokia 3.1 স্মার্টফোনটি মিডিয়াটেক MT6750 প্রসেসারের সঙ্গে লঞ্চ করা হয়েছে। তবে এই দুটি স্মার্টফোনেই কিছু পরিবর্তন করে লঞ্চ করা হয়েছে।

Nokia 3.1 স্মার্টফোনটি একটি 18:9 রেশিও যুক্ত 5.2 ইঞ্চির HD+ ডিসপ্লে যুক্ত স্মার্টফোন আর এটি 720×1440 পিক্সাল অফার করে। আর আমরা আপনাদের বলেছি যে এই ফোনে মিডিয়াটেকের চিপসেট দেওয়া হয়েছে তবে এর ক্লক স্পিড 1.5GHz আর এছাড়া এতে অক্টা-কোর প্রসেসার দেওয়া হয়েছে। এই ফোনে একটি পলিকার্বোনেট বডি আছে যা অ্যালুমিনিয়াম মিড-ফ্রেমের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর আমরা Nokai 3 স্মার্টফোনেও এরকমই দেখেছি। তবে Nokia 3.1 স্মার্টফোনটিতে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন না।

 

ফোনটিতে 2GB/3GB র‍্যামের সঙ্গে 16GB/32GB স্টোরেজ দেওয়া হয়েছে আর আপনারা মাইক্রোএসডি কার্ড দিয়ে এটি বারাতেও পারবেন। আমরা যদি এই ফোনের ক্যামেরার বিষয়ে কথা বলি তবে এতে একটি 8মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা আর একটি 13মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে 2990mAhয়ের ব্যাটারি আছে। আর এই ফোনটির 2GB র‍্যাম ভেরিয়েন্টের দাম 139 ইউরো মানে ভারতীয় মুদ্রায় প্রায় 11,120টাকা আর এই ফোনটির 3GB র‍্যাম ভেরিয়েন্টের দাম 169 ইউরো মানে ভারতীয় মুদ্রায় প্রায় 13,521টাকা হতে পারে আর এছাড়া এই দুটি মডেল জুন মাস থেকে বিক্রি করা হবে।

আর এবার যদি আমরা nokia5 .1 য়ের বিষয়ে কথা বলি তবে  দেখা যাবে যে এটি একটি মিড রেঞ্জের স্মার্টফোন হিসাবে লঞ্চ করা হয়েছে। আর এছাড়া এই ফোনে একটি 18:9 অ্যাস্পেক্ট রেশিওর সঙ্গে লঞ্চ করা হয়েছে, ফোনে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে।

 

আর এছাড়া এই ফোনটিতে একটি 5.5ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে আর এই ডিভাইসের ডিসপ্লে 2.5D কার্ভড যুক্ত। আর এই ডিভাইসে একটি অক্টা-কোর মিডিয়াটেক প্রসেসার আছে। আর এছাড়া এই ফোনের র‍্যাম 3GB আর এর স্টোরেজ 32GB।

আর এবার আমরা এই ফোনের ক্যামেরার বিষয়টি দেখে নি। এই ফোনে একটি 16মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আছে আর এছাড়া এই ফোনে একটি 8মেগাপিক্সালের ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনের ব্যাটারি 2970mAh আর এটি অ্যান্ড্রয়েড 8.1 Oreoর সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটির দাম 189ইউয়ান মানে প্রায় 15,122টাকা। আর এটি এই ফোনের বেস ভেরিয়েন্টের দাম আর 3GB র‍্যাম ভেরিয়েন্টের দাম 219ইউরো মানে প্রায় 17,522টাকা।

ভায়াঃ

Connect On :