এই মুহর্তে ভারতীয় বাজারে সবচেয়ে সস্তার অ্যান্ড্রয়ড ওয়ান ফোনের মূল্য ৬০০০ টাকা৷
ডিজিটাল ইন্ডিয়া কে আরও বাড়ানোর জন্য বিভিন্ন স্মার্টফোন সংস্থাগুলিকে এবার ২ হাজারেরও কম দামের স্মার্টফোন বাজারে আনার অনুরোধ করেছে কেন্দ্র। এই বিষয়ে মোবাইল সংস্থাগুলির সঙ্গে নীতি আয়োগে বৈঠক করেছে কেন্দ্র৷ তবে বৈঠকে স্যামসং ও অ্যাপেলের মতো সংস্থা উপস্থিত ছিল না৷ পাশাপাশি এও জানানো হয়েছে যে কোনও চিনা সংস্থাকে এই দায়িত্ব দেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়েছে কেন্দ্র।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে দেশকে ক্যাশলেস ইকোনমি গড়ার এটি একটি প্রচেষ্টা৷ ডিজিটাল ট্রান্সেকশনের স্মার্টফোন সবচেয়ে আগে দরকার৷ কিন্তু স্মার্টফোনের দামের জন্য এখনও আমাদের দেশের অনেক মানুষের পক্ষে তা কেনা প্রায় অসম্ভব৷ সেই সকল মানুষের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রী সরকার৷ স্মার্টফোনগুলিতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, কিউআর কোড স্ক্যানার থাকতে হবে বলে জানান হয়েছে৷
কয়েকদিন আগে খড়গপুর IIT-তে এসেছিলেন সুন্দর পিচাই৷ সেখানে তিনি জানান ভারতকে ডিজিটাইজেশন করার যে কথা বলা হচ্ছে তা তখনই সম্ভব যখন প্রতেকের হাতে স্মার্টফোন থাকবে৷ এবং তার জন্য সস্তা অথার্ৎ ২০০০ টাকার মধ্যে বাজারে আসতে হবে স্মার্টফোন৷ তাঁর সংস্থার তৈরি ‘অ্যান্ড্রয়েড ওয়ান’-এর লক্ষ্য এখন সেটাই লক্ষ্য । এই মুহর্তে ভারতীয় বাজারে সবচেয়ে সস্তার অ্যান্ড্রয়ড ওয়ান ফোনের মূল্য ৬০০০ টাকা৷
সমীক্ষা অনুযায়ী, ১.৩ বিলিয়ন মানুষের মধ্যে প্রায় মাত্র ৩০০ মিলিয়ন মানুষের৷ নোট বাতিলের পর যে নোট সংকট দেখা দিয়েছিল তার জেরে স্মার্টফোন বিক্রি অনেকটাই কমে গিয়েছে৷