8GB পর্যন্ত RAM, 5000mAh ব্যাটারি সহ Tecno Spark Go 2024 লঞ্চ, দাম 7000 টাকার কম
Tecno ভারতীয় বাজারে তার একটি সস্তা স্মার্টফোন Tecno Spark Go 2024 চালু করা হয়েছে
কোম্পানির এই লো বাজেট ফোনের দাম 7,000 টাকা কম রাখা হয়েছে
ফোনের বিক্রি 7 ডিসেম্বর থেকে ই-কমার্স সাইট Amazon থেকে করা হবে
Tecno ভারতীয় বাজারে তার একটি সস্তা স্মার্টফোন Tecno Spark Go 2024 চালু করা হয়েছে। কোম্পানির এই লো বাজেট ফোনের দাম 7,000 টাকা কম রাখা হয়েছে। কোম্পানির নতুন ফোনটি ‘Bharat ka Apna SPARK’ ট্যাগের সাথে আনা হয়েছে। নতুন ডিভাইসটি টেকনোর স্পার্ক গো সিরিজের আওতায় আনা হয়েছে।
Tecno Spark Go 2024 দাম এবং বিক্রি
টেকনো স্পার্ক গো 2024 ফোনটি তিনটি কালার অপশনে আনা হয়েছে। ফোনের বেস মডেলটি 3GB RAM এবং 64GB স্টোরেজ সহ আনা হয়েছে। এটি 6699 টাকায় বাজারে বিক্রি করা হবে। এছাড়াও ফোনের দুটি মডেল রয়েছে – 8GB RAM+64GB এবং 8GB RAM+128GB। তবে এই দুটি মডেলের দাম এখনও প্রকাশ করেনি কোম্পানি।
A new Spark of style is ready to ignite in the heart of Bharat 🇮🇳
— TECNO Mobile India (@TecnoMobileInd) December 4, 2023
Mark your calendars | Sale starts on 7th December at 12 Noon IST from ₹6,699 on @amazonIN and at your nearest retail stores.
Get notified: https://t.co/zMEdxgLWGN#TECNOSmartphones #BharatKaApnaSpark pic.twitter.com/JZDN9l1gcL
আরও পড়ুন: OnePlus 12: 5400mAh ব্যাটারি এবং 50W ওয়্যারলেস চার্জিং সহ আসছে ওয়ানপ্লাস ফোন, সামনে এল নতুন ছবি
ফোনের বিক্রি 7 ডিসেম্বর থেকে ই-কমার্স সাইট Amazon থেকে করা হবে।
Spark Go 2024 ফোনের স্পেসিফিকেশন
নতুন টেকনো ফোনের কথা বললে, এতে 6.5-ইঞ্চি ডট-ইন ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 90Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। টেকনো ফোনে রয়েছে DTS ডুয়াল স্টেরিও স্পিকার। এই স্মার্টফোন অক্টা-কোর T606 প্রসেসর সহ আসে। এই স্মার্টফোন Android 13 গো এডিশন ভিত্তিক HiOS 13.0 তে কাজ করে।
ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনের রিয়ারে একটি 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার দিতে স্মার্টফোনে 5000mAh ব্যাটারি রয়েছে যা USB Type C চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: Airtel এর সেরা 5 প্রিপেইড প্ল্যান: 28 দিনের জন্য আনলিমিটেড সুবিধা! দেখে নিন লিস্ট
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile