4 ডিসেম্বর ভারতে লঞ্চ হবে সস্তা Tecno Spark Go 2024, মাত্র 8000 টাকার দামে নেবে এন্ট্রি

4 ডিসেম্বর ভারতে লঞ্চ হবে সস্তা Tecno Spark Go 2024, মাত্র 8000 টাকার দামে নেবে এন্ট্রি
HIGHLIGHTS

টেকনো তার স্পার্ক সিরিজের সস্তা স্মার্টফোন Tecno Spark Go 2024 ভারতে লঞ্চ করতে প্রস্তুত

ভারতীয় বাজারে এই ফোনটি 4 ডিসেম্বর লঞ্চ হবে

অ্যামাজন লিস্টিং থেকে জানা গিয়েছে যে টেকনো স্পার্ক গো 2024 ভারতে মাত্র 8000 টাকায় লঞ্চ হতে পারে

টেকনো তার স্পার্ক সিরিজের সস্তা স্মার্টফোন Tecno Spark Go 2024 ভারতে লঞ্চ করতে প্রস্তুত। কোম্পানির তরফে টেকনোর আপকামিং ফোনের ভারতীয় লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে। ভারতীয় বাজারে এই ফোনটি 4 ডিসেম্বর লঞ্চ হবে।

আপকামিং টেকনো ফোনটি Tecno Spark Go 2023 ফোনের সাক্সেসার হিসেবে আনা হবে। সম্প্রতি কোম্পানি তরফে একটি পোস্টে জানানো হয়েছে যে স্পার্ক গো 2024 এই সেগামেন্টের প্রথম ফোন হতে চলেছে, যা DTS সাপোর্ট সহ ডুয়াল স্পিকারের সাথে আসবে।

আরও পড়ুন: New SIM Card Rule: সিম কার্ড নিয়ে নতুন নিয়ম 1 ডিসেম্বর থেকে লাগু, না মানলে দিতে হবে এত টাকা জরিমানা

8000 টাকার কম হবে Spark Go 2024 ফোনের দাম

টেকনোর নতুন ফোনটি 4 ডিসেম্বর থেকে Amazon সাইট থেকে বিক্রি করা হবে।

Tecno Spark Go 2024 launch date confirmed
8000 টাকার কম হবে Spark Go 2024 ফোনের দাম

অ্যামাজন লিস্টিং থেকে জানা গিয়েছে যে টেকনো স্পার্ক গো 2024 ভারতে মাত্র 8000 টাকায় লঞ্চ হতে পারে।

আপকামিং ফোনটি বাজেট প্রাইসে ডায়নামিক পোর্ট ফিচার সহ আসবে, যা আইফোনে আমরা দেখতে পেয়েছি।

এই ফিচারের সাহায্যে ডিসপ্লে প্যানেলের উপরে পিল সাইজের সার্চ বারে কলার আইডি, চার্জিং শতাংশ এবং একাধিক জিনিস দেখা যেতে পারে।

আরও পড়ুন: WiFi Calling: মোবাইলে নেটওয়ার্ক সমস্যা? ফোনের এই সেটিং অন করলেই হবে মন খুলে কথা

Tecno Spark Go 2024 স্পেসিফিকেশন

Tecno Spark Go 2024 Price in India
Tecno Spark Go 2024 দাম

ফোনের ডিসপ্লেতে 6.56-ইঞ্চি স্ক্রিন সহ 90Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে।

প্রসেসর হিসেবে ফোনে Unisoc T606 অক্টা-কোর প্রসেসর সাপোর্ট রয়েছে।

ফোনটি 6GB RAM এবং 64GB স্টোরেজ সহ Amazon সাইটে লিস্ট করা হয়েছে।

ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ LED Flash সহ দেওয়া হয়েছে, এতে AI সেকেন্ডারি লেন্স সহ 13MP প্রাইমারি ক্যামেরা হবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।

ফোনটি Android 13 ভিত্তিক HiOS 13 সহ আসবে।

আরও পড়ুন: 50MP ক্যামেরা সহ Samsung Galaxy A05 বিক্রি শুরু, দাম 9999 টাকা থেকে শুরু

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo