Tecno এর সস্তা স্টাইলিশ স্মার্টফোনে মিলবে iPhone এর এই ফিচার, দাম হবে 10,000 টাকার কম
Tecno তার স্পার্ক সিরিজের এর সস্তা ফোন Tecno Spark Go 2024 গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে
স্মার্টফোনটি Amazon সাইটে লিস্ট করা হয়েছে
লিস্টিং অনুযায়ী এই ফোনটি 8000 টাকার কম দামে এন্ট্রি নেবে
Tecno তার স্পার্ক সিরিজের এর সস্তা ফোন Tecno Spark Go 2024 গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে। এবার কোম্পানি ভারতীয় বাজারে এই ফোনের লঞ্চের ঘোষণা করে দিয়েছে। স্মার্টফোনটি Amazon সাইটে লিস্ট করা হয়েছে। লিস্টিং থেকে আপকামিং ফোনের কিছু ফিচার এবং ডিজাইন প্রকাশ হয়েছে।
টেকনো স্পার্ক ফোনের ফিচারের পাশাপাশি, দাম সম্পর্কেও জানা গিয়েছে। লিস্টিং অনুযায়ী এই ফোনটি 8000 টাকার কম দামে এন্ট্রি নেবে। আপকামিং ফোনটি iPhone -এর ডায়নামিক পোর্ট ফিচার সহ আসবে। আসুন জেনে নেওয়া যাক সমস্ত ডিটেল।
আরও পড়ুন: Airtel এর নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ, প্রতিদিন 3GB ডেটা সহ মিলবে বিনামূল্যে Netflix
Tecno Spark Go 2024 দাম
অ্যামাজন লিস্টিং থেকে জানা গিয়েছে যে টেকনো স্পার্ক গো 2024 ফোনটি ভারতে মাত্র 8000 টাকায় লঞ্চ করা হবে।
আপকামিং ফোনটি ভারতে ডিসেম্বর মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে লঞ্চ হতে পারে। তবে এখনও পর্যন্ত লঞ্চের তারিখের ঘোষণা করেনি কোম্পানি।
Tecno Spark Go 2024 ফোনে স্পেসিফিকেশন কী থাকবে
অ্যামাজন অনুযায়ী, টেকনো স্পার্ক গো 2024 ফোনে 90Hz রিফ্রেশ রেট সহ একটি ডট-ইন ডিসপ্লে থাকবে। এতে ডাইনামিক পোর্ট ফিচার পাওয়া যাবে।
Feel the beat, feel the spark 🔥
— TECNO Mobile India (@TecnoMobileInd) November 28, 2023
Introducing #SparkGo2024, with segment 1st dual DTS speakers, delivering up to 400% sound! 🎶
Stay tuned!#TECNOSmartphones #BharatKaApnaSpark pic.twitter.com/di32FqjSL9
টেকনো ফোনটি Unisoc T606 প্রসেসরে কাজ করবে।
ওয়েবসাইট থেকে জানা গিয়েছে যে ফোনটি 4GB RAM এবং 64GB স্টোরেজ সহ লিস্ট করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সহ LED ফ্ল্যাশ সহ আসবে। এতে AI শুটার সহ 13MP প্রাইমারি সেন্সর হবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য
পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি পাওয়া যাবে। তবে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 8MP সেন্সর থাকবে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile