Tecno Spark 9: 10 হাজার টাকারও কম দামে 11GB RAM সহ ভারতের প্রথম স্মার্টফোন লঞ্চ

Tecno Spark 9: 10 হাজার টাকারও কম দামে 11GB RAM সহ ভারতের প্রথম স্মার্টফোন লঞ্চ
HIGHLIGHTS

Tecno Spark 9 হল একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন, যা 9,499 টাকা শুরু দামে লঞ্চ করা হয়েছে

এই ফোনে 11GB পর্যন্ত RAM পাওয়া যাচ্ছে

অ্যামাজন প্রাইম ডে সেলের (Amazon Prime Day 2022 Sale) আওতায় এটি বিক্রি শুরু হবে

Tecno সংস্থা সোমবার ভারতে তাদের নতুন স্মার্টফোন Tecno Spark 9 লঞ্চ করেছে। Tecno Spark 9 হল একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন, যা 9,499 টাকা শুরু দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনে 6.6-ইঞ্চি HD Plus ডিসপ্লে এবং 90Hz এর রিফ্রেশ রেট অফার করা হয়েছে। ফোনে একটি 5,000mAh ব্যাটারি এবং একটি 13-মেগাপিক্সেল প্রাইমারি লেন্স রয়েছে। এই ফোনে 11GB পর্যন্ত RAM পাওয়া যাচ্ছে। চলুন জেনে নেই এই ফোনের অন্যান্য স্পেসিফিকেশন, দাম এবং ফিচার সম্পর্কে…

Tecno Spark 9 এর দাম

টেকনো স্পার্ক 9 ইনফিনিটি ব্ল্যাক এবং স্কাই মিরর কালার অপশনে আনা হয়েছে। কোম্পানি Tecno Spark 9 একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন হিসেবে লঞ্চ করেছে। এই ফোনের প্রারম্ভিক দাম 9,499 টাকা। এই ফোনটি 23 জুলাই থেকে ই-কমার্স ওয়েবসাইট Amazon থেকে কেনা যাবে। অ্যামাজন প্রাইম ডে সেলের (Amazon Prime Day 2022 Sale) আওতায় এটি বিক্রি শুরু হবে।

TecnoSpark-9

Tecno Spark 9 এর স্পেসিফিকেশন

Tecno Spark 9 স্মার্টফোন Android 12 ভিত্তিক HiOS 8.6 এর সাথে আনা হয়েছে এবং ফোনটি Octa-core MediaTek Helio G37 প্রসেসরে চলে, যা 12nm ভিত্তিক করা। এই ফোনে 6.6-ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে, যা 90Hz এবং (1600 x 720 পিক্সেল) রেজোলিউশনের রিফ্রেশ রেট সহ আসে। এই ফোনের ফ্রন্টে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেখা যাচ্ছে।

Tecno Spark 9 ফোনে 6GB RAM সহ 128GB স্টোরেজ রয়েছে, যা মাইক্রো HD কার্ডের সাহায্যে 512GB পর্যন্ত বাড়ানো যেতে পারে। RAM প্লাস ফিচারের সাহায্যে ফোনের RAM 11GB (6GB ফিজিক্যাল RAM + 5GB ভার্চুয়াল RAM) পর্যন্ত বাড়ানো যেতে পারে।

Tecno Spark 9 ফোনের ক্যামেরা

Tecno Spark 9 ফোন ডুয়াল ক্যামেরা সেটআপ অফার করে, যা একটি 13-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং আরেকটি AI লেন্সের সাথে আসে। এই ফোনে এলইডি ফ্ল্যাশ লাইটও পাওয়া যাচ্ছে। এই ফোনে একটি 8-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে, যা F/2.0 অ্যাপারচারের সাথে আসে।

Tecno Spark 9 ফোনে একটি 5,000mAh ব্যাটারি রয়েছে। কানেক্টিভিটির কথা বললে, এই ফোনে 3.5mm অডিও জ্যাক, FM রেডিও, ডুয়াল 4G VoLTE, Wi-Fi 802.11 ac, Bluetooth 5, USB Type C পোর্ট এবং GPS এর মত ফিচার রয়েছে। ফোনের সিকিউরিটির জন্য পিছনে ফিঙ্গারপ্রিন্ট রিডারও দেওয়া হয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo