বাজেট ফোন হওয়া সত্বেও এতে মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর রয়েছে
টেকনোর নতুন স্মার্টফোনটি ভারতে মাত্র 10,499 টাকায় আনা হয়েছে
Tecno Spark 20 স্মার্টফোন ভারতে লঞ্চ করা হয়েছে। টেকনো-এর লেটেস্ট ডিভাইসটি একটি বাজেট স্মার্টফোন। এটি ভারতে লেটেস্ট স্পার্ক সিরিজ স্মার্টফোন। বাজেট ফোন হওয়া সত্বেও এতে মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর রয়েছে।
স্পার্ক 20 ফোনে 8GB RAM পাওয়া যাবে। এছাড়া ফোনে 5,000mAh ব্যাটারি সাপোর্ট দেওয়া। আসুন জেনে নেওয়া যাক আর কী কী ফিচার রয়েছে এই বাজেট ফোনে।
টেকনোর নতুন স্মার্টফোনটি ভারতে মাত্র 10,499 টাকায় আনা হয়েছে। এই ফোনটি 2 ফেব্রুয়ারি দুপুর 12টায় Amazon থেকে কেনা যাবে। নতুন ফোনটি সাইবার হোয়াইট, গ্র্যাভিটি ব্ল্যাক, ম্যাজিক স্কিন 2.0 (নীল) এবং নিয়ন গোল্ড কালার অপশনে কেনা যাবে।
টেকনো জানিয়েছে যে নতুন স্মার্টফোনের কেনাকাটায় ওটিটিপ্লে এর বিনামূল্যের বার্ষিক সাবস্ক্রিপশন দেওয়া হবে। এটির দাম 4897 টাকা। ওটিটিপ্লের মাধ্যমে, SonyLIV, Zee5, Lionsgate Play এবং Fancode-এর মতো 19 OTT প্ল্যাটফর্ম অ্যাক্সেস করা যাবে।
Tecno স্পার্ক 20 স্পেসিফিকেশন
ফিচারের কথা বললে, এতে 6.6 ইঞ্চি HD+ (720 x 1,612 pixels) LCD ডিসপ্লে রয়েছে। এর সাথে 90Hz এর রিফ্রেশ রেট পাওয়া যাবে। এই ফোনে মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর দেওয়া হয়েছে।
নতুন স্মার্টফোনটি 8GB RAM এবং 256GB স্টোরেজ ইন-বিল্ট রয়েছে। ফোনের RAM 16GB পর্যন্ত RAM বাড়ানো যাবে।
টেকনো স্পার্ক 20 ফোনে একটি 50MP প্রাইমারি রিয়ার ক্যামেরা রয়েছে। আরেকটি সেকেন্ডারি সেন্সর এবং এলইডি ফ্ল্যাশও দেওয়া হয়েছে। ফ্রন্টের ক্যামেরাটি 32 মেগাপিক্সেল দেওয়া।
স্পার্ক ফোনে পাওয়ার দিতে একটি 5000mAh ব্যাটারি রয়েছে। এটি 18W ওয়্যারড চার্জিং সাপোর্ট করে এবং USB Type-C পোর্টের মাধ্যমে কানেক্ট করে। এই ফোনটি Android 13 OS-এ চলবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.