Tecno Spark 20: 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ ফোনের ভারতে বিক্রি শুরু, জানুন দাম এবং অফার

Tecno Spark 20: 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ ফোনের ভারতে বিক্রি শুরু, জানুন দাম এবং অফার
HIGHLIGHTS

Tecno গত সপ্তাহে ভারতে তার একটি নতুন স্মার্টফোন Tecno Spark 20 লঞ্চ করেছে

এই স্মার্টফোনের বিক্রি শপিং সাইট Amazon এর মাধ্যমে শুরু করা হয়েছে

টেকনো স্পার্ক 20 ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেলের দাম 10,499 টাকা রাখা হয়েছে

Tecno গত সপ্তাহে ভারতে তার একটি নতুন স্মার্টফোন Tecno Spark 20 লঞ্চ করেছে। এখন এই স্মার্টফোনের বিক্রি শপিং সাইট Amazon এর মাধ্যমে শুরু করা হয়েছে। আসুন টেকনোর লেটেস্ট ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

Tecno Spark 20 দাম এবং বিক্রি

টেকনো স্পার্ক 20 ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেলের দাম 10,499 টাকা রাখা হয়েছে। কোম্পানি এই মডেলে সীমিত সময়ের জন্য 1000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার করছে। বলে দি যে এই অফারটি রিটেল স্টোর্সে পাওয়া যায়।

আরও পড়ুন: Lava Yuva 3 Launched: 5000mAh ব্যাটারি এবং 90Hz রিফ্রেশ রেট সহ সস্তা লাভা ফোন লঞ্চ, দাম 7000 টাকার কম

পাশাপাশি, এই ফোনের 8GB RAM এবং 256GB স্টোরেজ মডেলের দাম 11,499 টাকা রাখা হয়েছে। এই মডেলটি সীমিত সময়ের জন্য Amazon এবং রিটেল স্টোরে 1,000 টাকার ব্যাঙ্ক ছাড়ের সাথে কেনা যাবে৷

Tecno Spark 20 Features
Tecno Spark 20 Features

কোম্পানি এই স্মার্টফোনের কেনাকাটায় গ্রাহকদের OTT Play এর সাবস্ক্রিপশন অফার করছে। এটির দাম 5604 দাম। এই সাবস্ক্রিপশন Sony LIV এবং Zee5 সহ 23টি OTT অ্যাপের অ্যাক্সেস অফার করছে।

Spark 20 ফোনে স্পেসিফিকেশন কী রয়েছে

টেকনো স্পার্ক 20 ফোনে 6.56 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এতে HD+ রেজোলিউশন এবং 90Hz রিফ্রেশ রেট দেওয়া।

এই স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য Helio প্রসেসর রয়েছে। এই স্মার্টফোনে 8GB RAM সহ 128GB এবং 256GB স্টোরেজ সহ আসে।

Tecno Spark 20 launched in India
Tecno Spark 20 launched in India

ক্যামেরা ক্ষেত্রে, এই স্মার্টফোনের রিয়ারে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ডুয়াল-এলইডি ফ্ল্যাশ সহ একটি AI লেন্স রয়েছে। সেলফি তোলার জন্য ফোনে 32 মেগাপিক্সেলের সেন্সর পাওয়া যাবে।

এই স্মার্টফোনের সামনে একটি 32-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

পাওয়ার দিতে টেকনো ফোনে 18W ফাস্ট চার্জিং সহ 5000mAh ব্যাটারি পাওয়া যাবে।

এই স্মার্টফোনটি Android 13 ভিত্তিক HiOS 13-এ কাজ করে। এই ফোনে ফেস আনলক, সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডিটিএস সাপোর্ট সহ ডুয়াল স্পিকার, একটি 3.5 মিমি অডিও জ্যাক এবং একটি মাইক্রোএসডি কার্ড স্লটের মতো ফিচার রয়েছে।

আরও পড়ুন: Jio Recharge Plan: ধামাকা প্ল্যান! 150 টাকার কম দামে বিপুল ডেটা সহ বিনামূল্যে 12 OTT সাবস্ক্রিপশন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo