Tecno এর তরফে তাদের নতুন ফোন Tecno Spark 10 মডেল লঞ্চ করা হল। এটা ফিলিপিন্সে প্রকাশ্যে এসেছে। এখানে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ ডুয়াল রিয়ার ক্যামেরা আছে।
18W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি আছে এই ফোনে। গ্রাহকরা এখানে 6.6 ইঞ্চির একটি LCD ডিসপ্লে পাবেন যেখানে থাকবে 90 HZ রিফ্রেশ রেট। অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক HIOS 12 -এর সাহায্যে চলবে এই ফোনে।
এখানে আছে MediaTek Helio G37 প্রসেসর। 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ মিলবে এই ফোনে। এই ফোনে আছে মেমোরি ফিউশন টেকনোলজি যার সাহায্যে 8 GB RAM -কে বাড়িয়ে 16GB করা যাবে।
ফিলিপিন্সে এই ফোনের দাম রাখা হয়েছে PHP 4,999 অর্থাৎ ভারতীয় মূল্যে প্রায় 7,400 টাকা। এই ফোনটি তিনটি রঙে কেনা যাবে, মেটা হোয়াইট, মেটা ব্লু এবং মেটা ব্ল্যাক।
এই ফোনে একটি স্টোরেজ অপশন আছে। 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে এখানে। তবে এই ফোন ভারতে উপলব্ধ হবে কিনা সেটা এখনও জানা যায়নি।
1. এই ফোনে ডুয়াল সিম ব্যবহার করা যাবে। HIOS 12 রয়েছে এই ফোন যা অ্যান্ড্রয়েড ভিত্তিক সফটওয়্যার।
2. এখানে আছে 6.6 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে রয়েছে যেখানে 90 HZ রিফ্রেশ রেট পাওয়া যাবে। 720X1612 পিক্সেলের রেজোলিউশন মিলবে এই ফোনে।
3. MediaTek Helio G37 প্রসেসরের সাহায্যে চলে এটি। আছে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ।
4. কানেকটিভিটির জন্য এই ফোনে আছে WIFI, GPS, NFC, USB টাইপ সি, ইত্যাদি। এখানে প্রক্সিমিটি সেন্সর থাকবে, সঙ্গে অ্যাম্বিয়েন্ট লাইটের সেন্সর, E-compass, ইত্যাদি পাওয়া যাবে।
5. 18W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি থাকবে এই ফোনে।
6. ডুয়াল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে। প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর। LED ফ্ল্যাশ আছে এই ফোনে। অন্যদিকে ফোনের ডিসপ্লেতে পাঞ্চ হোল কাট আউট যেখানে 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে।