Tecno Pova Neo 5G স্মার্টফোন আজ হবে লঞ্চ, থাকবে 6000mAh এর শক্তিশালী ব্যাটারি
Tecno আজ ভারতে Tecno Pova Neo 5G স্মার্টফোন লঞ্চ করবে
Tecno Pova Neo 5G এর দাম 17,000 থেকে 19,000 টাকার মধ্যে হতে পারে বলে আশা করা হচ্ছে
হ্যান্ডসেটটি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6000mAh ব্যাটারি পাওয়া যাবে
Tecno আজ ভারতে Tecno Pova Neo 5G স্মার্টফোন লঞ্চ করবে। হ্যান্ডসেটটি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6000mAh ব্যাটারি পাওয়া যাবে। এছাড়াও, ফোনে মিডিয়াটেক ডাইমেনশন 810 চিপসেট থাকবে। ভারতে Tecno Pova Neo 5G এর দাম 17,000 থেকে 19,000 টাকার মধ্যে হতে পারে বলে আশা করা হচ্ছে৷ কোম্পানি ফোনটিকে দুটি কালার অপশনে আনবে।
Tecno Pova Neo 5G ফোনে 6000mAh ব্যাটারি অফার করা হবে, যার সাথে থাকবে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট। এটি MediaTek Dimensity 810 চিপসেট সহ আসবে। সম্প্রতি একটি রিপোর্টে ভারতে এই ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। খরব অনুযায়ী, ফোনটি ডুয়াল রিয়ার ক্য়ামেরা সেটআপ সহ আসবে। তবে আসুন জেনে নেওয়া যাক এই ফোনের কত হবে দাম এবং কী থাকবে ফিচার…
Tecno Pova Neo 5G ভারতে দাম এবং বিক্রি
Tecno Pova Neo 5G এর দাম 17,000 থেকে 19,000 টাকার মধ্যে হতে পারে৷ Tecno Pova Neo 5G স্যাফায়ার ব্ল্যাক এবং স্প্রিন্ট ব্লু রঙে লঞ্চ করা যেতে পারে।
Get ready to say goodbye to battery anxiety with the TECNO POVA NEO 5G, a smartphone with 6000mAh mega battery & 18W flash charger. .
Choose the best of its kind & unleash the powerful battery!
Launching on 23rd of September.
#TECNO #TecnoMobile #TECNOPOVANEO5G #POVANEO5G pic.twitter.com/2pLAtl5iUd— TECNO Mobile India (@TecnoMobileInd) September 21, 2022
Tecno Pova Neo 5G এর অনুমানিত স্পেসিফিকেশন
Tecno Pova Neo 5G ফোনে MediaTek Dimensity 810 প্রসেসর সহ 6000mAh ব্যাটারি থাকবে, যার সাথে থাকবে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়া ফোনে 4GB RAM এবং 128GB স্টোরেজ পাওয়া যাবে। পাশাপাশি, ফোনটি Android 12 অপারেটিং সিস্টমে চলবে।
Tecno Pova Neo 5G ফোনে 6.9-ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকবে। TECNO-এর এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে যার মধ্যে প্রাইমারি লেন্স হবে 50 মেগাপিক্সেল। ক্যামেরার সাথে LED ফ্ল্যাশ লাইটও পাওয়া যাবে। সেলফি তোলার জন্য সামনে একটি 8-মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। Tecno Pova Neo 5G এর সাথে, ছয়টি 5G ব্যান্ডের জন্য সাপোর্ট থাকবে এবং Wi-Fi 6ও থাকবে। টেকনোর এই ফোনে 5GB পর্যন্ত ভার্চুয়াল RAM পাওয়া যাবে।