ভারতে গত সপ্তাহেই লঞ্চ করেছে Tecno Pova 5 সিরিজ। কিন্তু 14 অগাস্ট এই কোম্পানির তরফে ফোনটির দাম, ইত্যাদি প্রকাশ্যে আনা হয়েছে। Tecno Pova 5 -এর বেস মডেলে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6000mah ব্যাটারি আছে।
এই ফোনে MediaTek Helio G99 প্রসেসর রয়েছে স্মুদ পারফরমেন্সের জন্য। এটির দাম 15,000 টাকার মধ্যে রাখা হয়েছে। এই একই দামের মধ্যে এই ফোনটির সঙ্গে জোর টক্কর দেখা যাচ্ছে Infinix Note 30 5G -এর। যদিও Infinix -এর ফোনটির দাম সামান্য বেশি।
আরও পড়ুন: Study on Mobile Addicted Generation: বাড়ির একরত্তি সারাক্ষণ ফোনে ডুবে? গবেষণা কী জানাচ্ছে দেখুন
Infinix Note 30 5G ফোনটির 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 14,999 টাকা। অন্যদিকে 15,999 টাকায় কেনা যাবে এটির 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। তিনটি রঙে উপলব্ধ এই ফোন।
Tecno Pova 5 ফোনটির দাম 11,999 টাকা রাখা হয়েছে। এই দামে 8 GB ফিজিক্যাল RAM এবং 8 GB ভার্চুয়াল RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। এটিও তিনটি রঙে কেনা যাবে, যেমন অম্বর গোল্ড, হারিকেন ব্লু এবং মেচা ব্ল্যাক।
Tecno Pova 5 ফোনে রয়েছে 6.78 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে সহ 120 Hz রিফ্রেশ রেট। একই জিনিস দেখা যায় Infinix Note 30 5G ফোনেও। যদিও Tecno এর ফোনটি পরিচালিত হয় MediaTek Helio G99 প্রসেসর এবং অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে। অন্যদিকে Infinix -এর ফোনটি চলে আন্ড্রয়েড 13 এবং MediaTek Dimensity 6080 প্রসেসরের সাহায্যে।
Tecno -এর ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা আর Infinix Note 30 5G -তে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা। Tecno Pova 5 ফোনটিতে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে। Infinix Note 30 5G ফোনটিতে আছে 108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 2 মেগাপিক্সেলের একটি সেন্সর এবং একটি AI সেন্সর। এই ফোনের ফ্রন্ট ক্যামেরায় আছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর।
ব্যাটারির বিচারে 45W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mah ব্যাটারি আছে এখানে। অন্যদিকে Tecno Pova 5 এ রয়েছে আরও শক্তিশালী ব্যাটারি, 6000mah। তবে দুটোর চার্জিং স্পিড এক। দুটো ফোনেই পাবেন 4G, WIFI, ব্লুটুথ, NFC, USB টাইপ সি পোর্ট, ইত্যাদি