50MP ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি সহ Tecno ফোনের প্রথম সেল আজ, কম দামে কেনার সুযোগ
Tecno Pova 4 ফোনটি Amazon India এবং Jio Mart থেকে 11,999 টাকায় কেনা যাবে
ফোনে একটি 6,000mAh ব্যাটারি এবং একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে
HDFC ব্যাঙ্কের কার্ড দিয়ে ফোনটি কিনলে 10 শতাংশের ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে
Techno স্মার্টফোন সংস্থা সম্প্রতি ভারতে তাদের বাজেট ফোন Tecno Pova 4 লঞ্চ করেছে। আজ এই ফোনের প্রথম সেল রাখা হয়েছে। ফোনটি Amazon India এবং Jio Mart থেকে 11,999 টাকায় কেনা যাবে। এই দামে, 8GB RAM এর সাথে 128GB স্টোরেজ মডেল কেনা যাবে। ফোনে একটি 6,000mAh ব্যাটারি এবং একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। Tecno Pova 4 ক্রায়োলাইট ব্লু এবং ইউরানিলোথ গ্রে কালার অপশনে আসে।
Tecno Pova 4 ফোনে কী কী অফার রয়েছে
Techno Pova 4 এর 8GB RAM সহ 128GB স্টোরেজের দাম রাখা হয়েছে 11,999 টাকা, তবে HDFC ব্যাঙ্কের কার্ড দিয়ে ফোনটি কিনলে 10 শতাংশের ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে। অর্থাৎ 1000 টাকার কম দামে ফোনটি কিনতে পারবেন।
এই ফোনে কী কী ফিচার আছে?
Tecno Pova 4 ফোনে আছে 6.8 ইঞ্চির একটি ডিসপ্লে যেখানে 180 Hz টাচ স্যাম্পলিং রেটের সঙ্গে 90 Hz রিফ্রেশ রেট মিলবে। এই ফোনের পারফরমেন্স পরিচালিত হবে MediaTek G99 প্রসেসরের সাহায্যে। এখানে আছে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। তবে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে এটাকে 2TB পর্যন্ত বাড়ানো যেতে পারে। অ্যান্ড্রয়েড 12 এর সাহায্যে এই ফোন চলবে। এখানে 18W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 6000mAh ব্যাটারি আছে। সঙ্গে আছে 10 রিভার্স চার্জিং।
এছাড়া DTS অডিও টেকনোলজি, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। IPX 2 রেটিং আছে এই ফোনে অর্থাৎ এটি স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট। এখানে ডুয়াল রিয়ার ক্যামেরা মিলবে যেখানে একটি 50 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে প্রাইমারি ক্যামেরায়। এছাড়া আছে ডুয়াল LED ফ্ল্যাশ। ফ্রন্ট ক্যামেরায় আছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর যার সাহায্যে সেলফি তোলা যাবে এবং ভিডিও করা যাবে। এই ক্যামেরায় HDR, নাইট, ইত্যাদি মোড মিলবে সঙ্গে থাকবে ভিডিও স্টেবিলাইজেশন।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile