কম দামে সস্তা ফোন আনছে Tecno, এই দিন ভারতে হবে লঞ্চ
Tecno Pop 7 Pro ভারতে 16 ফেব্রুয়ারি করা লঞ্চ হবে
কোম্পানির কম বাজেটের ফোন হতে চলেছে, যার দাম 12 হাজার থেকে 15 হাজারের মধ্যে হবে
ফটোগ্রাফির জন্য এই টেকনো মোবাইলে ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে
টেকনো গত সপ্তাহে ঘোষনা করেছিল যে কোম্পানি ভারতে তার নতুন স্মার্টফোন Tecno Pop 7 Pro স্মার্টফোন আনতে চলেছে। এখন কোম্পানি ফোন লঞ্চের তারিখও ঘোষণা করে দিয়েছে। Tecno Pop 7 Pro ভারতে 16 ফেব্রুয়ারি করা লঞ্চ হবে। এটি কোম্পানির কম বাজেটের ফোন হতে চলেছে, যার দাম 12 হাজার থেকে 15 হাজারের মধ্যে হবে বলে আশা করা হচ্ছে। আসুন জেনে নেওয়া য়াক এই টেকনো ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে….
Tecno Pop 7 Pro স্পেসিফিকেশন
টেকনো পপ 7 প্রো স্মার্টফোনটি নাইজেরিয়াতে আগেই লঞ্চ করে দেওয়া হয়েছে, তবে ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে ইতিমধ্যেই তথ্য পাওয়া গেছে। এই মোবাইল ফোনটি কোয়াড-কোর প্রসেসর সহ MediaTek Helio A22 চিপসেটে কাজ করে। টেকনো এই ফোনে 3 জিবি এক্সটেন্ডেড RAM টেকনোলজি দিয়েছে।
Tecno Pop 7 Pro স্মার্টফোনটি 20:9 অ্যাসপেক্ট রেশিওতে তৈরি যা 720 x 1612 পিক্সেল রেজোলিউশন সহ 6.6 ইঞ্চি HD+ ডিসপ্লে সাপোর্ট করে। এটি একটি ওয়াটারড্রপ নচ স্টাইলের স্ক্রিন যা 480nits ব্রাইটনেস সাপোর্ট করে।
Explore possibilities, unlock new doors of opportunities, and achieve more with the multitasker TECNO POP 7 Pro
Launching in just 2 days.
Stay Tuned!#TECNO #TECNOSmartphones #TECNOPOP7Pro pic.twitter.com/JmvB5GaHfR
— TECNO Mobile India (@TecnoMobileInd) February 14, 2023
ফটোগ্রাফির জন্য এই টেকনো মোবাইলে ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপে, একটি 13-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ একটি সেকেন্ডারি AI লেন্স দেওয়া হয়েছে, যা ডুয়াল ফ্ল্যাশের সাথে কাজ করে। এছাড়া এই মোবাইল ফোনটি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।
Tecno Pop 7 Pro ডুয়াল সিম সাপোর্ট করে, যার মধ্যে 3.5 মিমি জ্যাকও পাওয়া যায়। সিকিউরিটির জন্য, স্মার্টফোনের পিছনের প্যানেলে রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, এই স্মার্টফোনটি পাওয়ার ব্যাকআপের জন্য 5,000 mAh ব্যাটারি সাপোর্ট করে। Tecno Pop 7 Pro একই স্পেসিফিকেশন সহ 16 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile