ভারতের বাজারে খেলা ঘোরাতে আসছে নতুন ফোল্ডেবল ফোন। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2023 -এ Tecno -এর তরফে তাদের প্রথম ফোল্ডেবল লঞ্চ করা হল। এই ফোনের নাম Tecno Phantom V Fold। এখানে আছে MediaTek Dimensity 9000+ প্রসেসর। প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের সেন্সর সহ 5G পরিষেবার সাপোর্ট। তবে খালি এই ফোন নয়, এই সংস্থার তরফে Tecno Spark 10 Pro সেলফি রেঞ্জ এবং MegaBook S1 2023 ল্যাপটপ আনা হয়েছে যেখানে আছে Intel 13th core প্রসেসর। 91 Mobiles -এর তরফে এই ফোন লঞ্চের কথা জানানো হয়েছে।
91 Mobiles -এর তরফে জানানো হয়েছে ভারতে Tecno Phantom V Fold ফোনটির দাম শুরু হবে 89,999 টাকা থেকে। এই টাকায় 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ মিলবে। অন্যদিকে টপ এন্ড মডেলে মিলবে 12 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ। এটির দাম 99,999 টাকা। তবে বর্তমানে যাঁরা এই বেস মডেল অর্ডার করবেন তাঁরা এটি মাত্র 79,999 টাকায় পেয়ে যাবেন। ভারতে এই ফোন এই কোয়ার্টারে আসতে চলেছে।
1. এটি বিশ্বের প্রথম ডান বাঁদিক ফোল্ড করা যাবে এমন ফোন। এবং এটি Tecno কোম্পানির প্রথম ফোল্ডেবল ফোন।
2. এটিতে আছে MediaTek Dimensity 9000+ প্রসেসর সহ 12 GB RAM এবং 512 GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ।
3. অ্যান্ড্রয়েড 13 এর সাপোর্ট আছে এই ফোনে। সঙ্গে 6.42 ইঞ্চির Full HD ডুয়াল 10 HZ থেকে 120 HZ রিফ্রেশ রেট সহ আউটার ডিসপ্লে আছে এখানে।
4. 7.65 ইঞ্চির একটি 2K রেজোলিউশন যুক্ত একটি 10 থেকে 120 HZ রিফ্রেশ রেট যুক্ত LTPO AMOLED ডিসপ্লে আছে এখানে। এই ফোনটিতে আল্ট্রা ফ্ল্যাট মেইন স্ক্রিন সহ ডুয়াল হাই ব্রাইটনেস এবং কালার অ্যাকিউরেসি মিলবে।