এখন ধীরে ধীরে ফোল্ডেবল ফোনের আলাদা বাজার তৈরি হচ্ছে। একঘেঁয়ে ফোনের ডিজাইন থেকে এই ফোনগুলো অনেকটাই বদল আনে। এবার এই ফোল্ডেবল ফোন আনার দলে নাম লেখাল Tecno। এই সংস্থার তরফে তাদের প্রথম ফোল্ডেবল ফোন আনা হল। এই ফোনটির নাম Phantom V Fold। বার্সেলোনায় যে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2023 চলছে সেখানেই এই ফোন লঞ্চ করল Tecno। এখানে MediaTek Dimensity 9000+ প্রসেসর আছে। এই ফোনে 5G সাপোর্ট করবে সঙ্গে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আছে। তবে খালি এই ফোন নয়, এই সংস্থার তরফে Tecno Spark 10 Pro সেলফি রেঞ্জ এবং MegaBook S1 2023 ল্যাপটপ আনা হয়েছে যেখানে আছে Intel 13th core প্রসেসর। 91 মোবাইলসের তরফে এই ফোন লঞ্চের কথা ঘোষণা করা হয়েছে।
ভারতে এই ফোনের দাম কত রাখা হয়েছে?
91 মোবাইলসের তরফে জানানো হল ভারতে Tecno Phantom V Fold ফোনটির দাম শুরু হবে 89,999 টাকা থেকে। এই টাকায় 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ মিলবে। অন্যদিকে টপ এন্ড মডেলে মিলবে 12 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ। এটির দাম 99,999 টাকা। তবে বর্তমানে যাঁরা এই বেস মডেল অর্ডার করবেন তাঁরা এটি মাত্র 79,999 টাকায় পেয়ে যাবেন। ভারতে এই ফোন এই কোয়ার্টারে আসতে চলেছে।
কী কী ফিচার মিলবে এই ফোনে?
এটি বিশ্বের প্রথম ডান বাঁদিক ফোল্ড করা যাবে এমন ফোন। এবং এটি Tecno কোম্পানির প্রথম ফোল্ডেবল ফোন। এটিতে আছে MediaTek Dimensity 9000+ প্রসেসর সহ 12 GB RAM এবং 512 GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। অ্যান্ড্রয়েড 13 এর সাপোর্ট আছে এই ফোনে। সঙ্গে 6.42 ইঞ্চির Full HD ডুয়াল 10 HZ থেকে 120 HZ রিফ্রেশ রেট সহ আউটার ডিসপ্লে আছে এখানে। সঙ্গে 7.65 ইঞ্চির একটি 2K রেজোলিউশন যুক্ত একটি 10 থেকে 120 HZ রিফ্রেশ রেট যুক্ত LTPO AMOLED ডিসপ্লে আছে এখানে। এই ফোনটিতে আল্ট্রা ফ্ল্যাট মেইন স্ক্রিন সহ ডুয়াল হাই ব্রাইটনেস এবং কালার অ্যাকিউরেসি মিলবে।
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.