স্মার্টফোন কোম্পানি Tecno ভারতে তাদের নতুন Tecno Camon 20 series ভারতে লঞ্চ করেছে। নতুন সিরিজের আওতায় Camon 20, Camon 20 Pro 5G, এবং Camon 20 5G Premier বাজারে আনা হয়েছে। কোম্পানি এই নতুন ফোনের দাম মাত্র 15,000 টাকা থেকে শুরু হয়।
লেটেস্ট ফোনের বিশেষ ফিচারের কথা বললে, ফোনে ম্যাজিক স্কিন অফার করা হয়েছে। এছাড়া, ফোনটি AMOLED ডিসপ্লে এবং বড় ব্যাটারিও পাওয়া যাবে। চলুন আসুন জেনে নেওয়া যাক আর কী কী ফিচার থাকছে ফোনে…
TECNO CAMON 20 ফোনটি বাজেট প্রাইসে ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে। ফোনটি একটি স্টোরেজ মডেলে কেনা যাবে, 8GB RAM সহ 256GB স্টোরেজের দাম 14,999 টাকা রাখা হয়েছে। ফোনটি 29 মে থেকে Amazon-এ বিক্রি করা হবে। ফোনটি প্রেডন ব্ল্যাক, সেরেনিটি ব্লু এবং গ্লেসিয়ার গ্লো কালার অপশনে বিক্রি করা হবে।
আরও পডুন: Amazon-এ বাম্পার অফার 5G ফোনে! OnePlus, IQOO, সহ কীসে কীসে ছাড় আছে?
TECNO Camon 20 Pro 5G দুটি ভ্যারিয়্যান্টে পাওয়া যাবে- 8GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 256GB স্টোরেজ। দুটি ভ্যারিয়্যান্টের দাম যথাক্রমে 19,999 টাকা এবং 21,999 টাকা। এই 5G ফোনটি সেরেনিটি ব্লু এবং ডার্ক ওয়েলকিন কালার অপশনে পাওয়া যাবে। ফোনটি জুনের দ্বিতীয় সপ্তাহে বিক্রি করা হবে।
TECNO CAMON 20 Premier 5G সেরেনিটি ব্লু এবং ডার্ক ওয়েলকিন কালার অপশনে আসে এবং জুনের তৃতীয় সপ্তাহ থেকে কিনতে পাওয়া যাবে। ফোনটির দাম সম্পর্কে লঞ্চের কাছাকাছি ঘোষনা করা হবে।
Tecno Camon 20 Series ফোনে 6.67 ইঞ্চি AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লের সাথে 500 নিটস এর পিক ব্রাইটনেস পাওয়া যাবে। ফোনটি মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর এবং VC লিকুইড কুলিং এর সাথে হাই-পলিমর জেল দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য় ফোনের ডিসপ্লেতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
https://twitter.com/TecnoMobileInd/status/1662507920591040513?ref_src=twsrc%5Etfw
এই সিরিজের সমস্ত ফোনে 8GB RAM অপশন পাওয়া যাবে। এছাড়া ফোনে 8GB RAM এর ভার্চুয়াল সাপোর্টও থাকবে।
ক্যামেরা সেটআপের কথা বললে, Tecno Camon 20 এবং Camon 20 Pro ফোনে ট্রিপর রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার 64MP প্রাইমারি ক্যামেরা, 2MP ডেপথ ক্যামেরা এবং ম্যাক্রো ক্যামেরা রয়েছে।
আরও পডুন: 2 সপ্তাহের মধ্যে চালু হচ্ছে BSNL 4G! Airtel-Jio-কে টেক্কা দিয়ে 5G শুরু হবে কবে?
পাশাপাশি, Tecno Camon 20 Premier 5G ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি 2MP ডেপথ সেন্সর পাওয়া যাবে। সিরিজের আওতায় ফোনের ফ্রন্টে 32MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
ফোনে পাওয়ার দিতে, Tecno Camon 20 এবং Camon 20 5G ফোনে 5000mAh এর ব্যাটারি রয়েছে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Tecno Camon 20 Premier 5G ফোনে 5000mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া।