6GB Ram সহ বাজারে আসছে নতুন স্যামসাং গ্যালাক্সি C9, 21 অক্টোবর হতে পারে লঞ্চ
এই ফোনে 6GB Ram দেওয়া যেতে পারে. ফোন কে 64GB ইন্টারনাল স্টোরেজ এর সঙ্গে চালু করা যেতে পারে৷
নেক্সট জেনারেশন স্মার্টফোন Galaxy C9 বাজারে আনছে Samsung৷ দক্ষিণ কোরীয় সংস্থাটির নয়া স্মার্টফোনের ফার্স্ট লুক ও ফিচার ফাঁস হয়ে গিয়েছে টুইটারে৷ একইসঙ্গে ফাঁস হয়ে গিয়েছে গ্যালাক্সি ‘সি ৯ প্রো’-মডেলের ছবিও৷
আরও দেখুন : স্মার্টফোন নয়, Nokia বাজারে আনছে অ্যান্ড্রয়েড ট্যাবলেট
প্রথম ছবি দেখে অবশ্য কোনও মডেলরই ফিচার বোঝার বিশেষ উপায় নেই৷ তবে একটি চিনা ওয়েবসাইটের দাবি, সি ৯ মডেলে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৬৫২ প্রসেসর, ৬ জিবি র্যাম, ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, ১৬ মেগাপিক্সেল রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা৷
ওয়েবসাইটটির আরও দাবি, অ্যান্ড্রয়েড ৬.০.১ মার্শমেলো আপডেট-নির্ভর সি ৯ হ্যান্ডসেটটির ব্যাটারি ৪০০০ এমএএইচ-এর হতে পারে৷ ১৮৫ গ্রাম ওজনের এই মডেলটি ফোর-জি এলটিই সাপোর্টেড৷ ইউজারদের ডেটা সুরক্ষিত রাখতে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর৷ দাম কত হতে পারে তা এখনও জানা যায়নি৷ সি ৯ প্রো হ্যান্ডসেটের ফিচার জানতে হলে আরও কয়েকদিন অপেক্ষা করা ছাড়া উপায় নেই৷
আরও দেখুন : এবার ওয়ানপ্লাস দিছে দিওয়ালি তে মাত্র ১ টাকায় স্মার্টফোন
আরও দেখুন : এয়ারটেলের 10GB 4G ডেটা অফার এখন সব 4G স্মার্টফোনের জন্য উপলব্ধ
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile