এই ফোনটি আজ টাটাক্লিক থেকে আপনি মাত্র ৬,৯৯৯ টাকায় কিনতে পারবেন
আপনি যদি অনেক দিন ধরেই সাওমির রেডমি 4A ফোনটি কেনার কথা ভাবছেন তবে আজ আপনার কাছে একটি ভাল সুযোগ এসেছে। আজ আপনি এই ফোনটি দুপুর ১২টায় অনলাইন শপিং ওয়েবসাইট টাটাক্লিক থেকে আপনার করতে পারবেন। আজকের সেরা ডিল নিয়ে এল অ্যামাজন
সাওমির এই 3GB র্যাম ও 32GB ইন্টারনাল স্টোরেজের সাওমি রেডমি 4A ফোনটি আজ দুপুর ১২টা থেকে আপনার হতে পারে। এই ফোনটির ইন্টারনাল স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি এক্সপেন্ড করা যায়।
এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 425 64 বিট কোয়াড কোর প্রসেসার দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি 3120mAh। এই রেডমি 4A ফোনটি 5-ইঞ্চির ডিসপ্লে যুক্ত, এতে MIUI8 দেওয়া হয়েছে।
এই ফোনটি ডুয়াল সিম সাপোর্ট করে। এই ফোনটির 13MP’র রেয়ার ক্যামেরা ভাল ছবি তোলে।