বাজারে আসছে 3000 টাকা থেকেও কম দামের 4G ফোন !

Updated on 28-Dec-2016
HIGHLIGHTS

২৭ থেকে ডিসেম্বর অনলাইন শপিংয়ের মাধ্যমেই কিনতে পারবেন এই ফোন ৷ শপক্লুস অ্যাপে রেজিস্ট্রর করেও কেনা যাবে এই ফোন!

বাজারে 4G ফোন আসার পর থেকেই প্রায় সবাই ফোর জি ফোন কেনার জন্য খোঁজ খবর করতে শুরু করছেন৷ কোন কোম্পানির 4G ফোন কিনবেন, তা নিয়ে সব জায়গাতেই নানা আলোচনা৷ যারা রীতিমতো কোমর বেঁধেছেন 4G ফোন কেনার তাদের জন্য সুখবর৷ এবার বাজারে আসতে চলেছে ৩০০০ টাকারও কম দামের 4G ফোন!

আরও দেখুন : এয়ারটেল ডিজিটাল টিভি লঞ্চ করলো বাংলায় 'সাবস্ক্রিপশন ভিডিও অন ডিমান্ড’ (SVOD)

সুইপ এমনই এক 4G ফোন বাজারে আনতে চলেছে, যার দাম ২৭৯৯ টাকা ৷ ২৭ ডিসেম্বর অনলাইন শপিংয়ের মাধ্যমেই কিনতে পারবেন এই ফোন ৷ শপক্লুস অ্যাপে রেজিস্ট্রর করেও কেনা যাবে এই ফোন!

২৭ ডিসেম্বর যদি আপনি এই ফোনটি বুক করেন, তাহলে ২০০ টাকা ডিসকাউন্টও পাবেন৷ তবে মাত্র ৫০০ জনই এই সুবিধে পাবেন৷ ৫১২ র‍্যাম, 4জিবি ইন্টারনাল স্টোরেজ, যা কিনা ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে৷ এই ফোনে রয়েছে ৫ মেগাপিক্সল ক্যামেরা৷ মাসম্যালোতে চলবে এই ফোন! তাহলে দেরি কেন, আজই রাতে বসে পড়ুন৷ এই ফোন বুক করুন৷

আরও দেখুন : কাল থেকে শুরু হল আধার দ্বারা ক্যাশলেস কেনাকাটা

আরও দেখুন : বড়দিনের উপহারে মাত্র ২০ টাকায় নতুন সিনেমা দেখুন অনলাইনে!

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :