বাজারে আসছে 3000 টাকা থেকেও কম দামের 4G ফোন !

বাজারে আসছে 3000 টাকা থেকেও কম দামের 4G ফোন !
HIGHLIGHTS

২৭ থেকে ডিসেম্বর অনলাইন শপিংয়ের মাধ্যমেই কিনতে পারবেন এই ফোন ৷ শপক্লুস অ্যাপে রেজিস্ট্রর করেও কেনা যাবে এই ফোন!

বাজারে 4G ফোন আসার পর থেকেই প্রায় সবাই ফোর জি ফোন কেনার জন্য খোঁজ খবর করতে শুরু করছেন৷ কোন কোম্পানির 4G ফোন কিনবেন, তা নিয়ে সব জায়গাতেই নানা আলোচনা৷ যারা রীতিমতো কোমর বেঁধেছেন 4G ফোন কেনার তাদের জন্য সুখবর৷ এবার বাজারে আসতে চলেছে ৩০০০ টাকারও কম দামের 4G ফোন!

আরও দেখুন : এয়ারটেল ডিজিটাল টিভি লঞ্চ করলো বাংলায় 'সাবস্ক্রিপশন ভিডিও অন ডিমান্ড’ (SVOD)

সুইপ এমনই এক 4G ফোন বাজারে আনতে চলেছে, যার দাম ২৭৯৯ টাকা ৷ ২৭ ডিসেম্বর অনলাইন শপিংয়ের মাধ্যমেই কিনতে পারবেন এই ফোন ৷ শপক্লুস অ্যাপে রেজিস্ট্রর করেও কেনা যাবে এই ফোন!

২৭ ডিসেম্বর যদি আপনি এই ফোনটি বুক করেন, তাহলে ২০০ টাকা ডিসকাউন্টও পাবেন৷ তবে মাত্র ৫০০ জনই এই সুবিধে পাবেন৷ ৫১২ র‍্যাম, 4জিবি ইন্টারনাল স্টোরেজ, যা কিনা ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে৷ এই ফোনে রয়েছে ৫ মেগাপিক্সল ক্যামেরা৷ মাসম্যালোতে চলবে এই ফোন! তাহলে দেরি কেন, আজই রাতে বসে পড়ুন৷ এই ফোন বুক করুন৷

আরও দেখুন : কাল থেকে শুরু হল আধার দ্বারা ক্যাশলেস কেনাকাটা

আরও দেখুন : বড়দিনের উপহারে মাত্র ২০ টাকায় নতুন সিনেমা দেখুন অনলাইনে!

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo