Swipe এর Elite Pro স্মার্টফোনটি লঞ্চ হল, এটি 6999 টাকায় পাওয়া যাবে

Updated on 09-Oct-2017
HIGHLIGHTS

এই স্মার্টফোনটি স্ন্যাপডিলে ৮ অক্টোবর থেকে কিনতে পাওয়া যাচ্ছে

ভারতের স্মার্টফোনের কোম্পানি Swipe টেকনলজি তাদের এলিট সিরিজ বাড়ানোর জন্য শনিবার 4G ক্ষমতার 'Elite Pro' স্মার্টফোনটি লঞ্চ করেছে, যাতে ৫ ইঞ্চির HD IPS ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনটির দাম 6,999 টাকা রাখা হয়েছে। 'Elite Pro' স্মার্ট ফোনটিতে 1.4 GHz এর কোয়াড কোর প্রসেসার দেওয়া হয়েছে। এই ফোনটিতে 3GB র‍্যাম আর 32 GB রোম আছে, যা মেমারি কার্ডের মাধ্যমে 64 GB অব্দি বাড়ানো যেতে পারে। এই স্মার্টফোনটি স্ন্যাপডিলে ৮ই অক্টোবর থেকে কিনতে পাওয়া যাচ্ছে।
 

Swipe টেকনলজির ফাউন্ডার আর প্রধান এক্সিকিউটিভ অফিসার শ্রীপাল গান্ধী বলেছেন যে, “'Swipe  Elite Pro' ফোনটিতে বেশ কিছু এমন স্পেশালিটি আছে যা টাকার সঠিক মুল্যায়নের মধ্যে সঠিকভাবে ভাল জিনিস দেয় আর এটি আমাদের দাবিতে আধারিত”।

এই স্মার্টফোনটিতে ফিঙ্গারপ্রিন্টটিতে স্ক্যানার আছে আর এই ফোনে 13 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আর 8 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা আছে।

এই ডিভাইসটিতে অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো যুক্ত আর এতে 2,500 mah এর ব্যাটারি আছে। 

Connect On :