স্মার্টফোন বাজারে লঞ্চ হল Swipe Elite 2 Plus বাজেট স্মার্টফোন

স্মার্টফোন বাজারে লঞ্চ হল Swipe Elite 2 Plus বাজেট স্মার্টফোন
HIGHLIGHTS

ডুয়াল সিমের এই স্মার্টফোনটির দাম মাত্র ৪,৪৪৪ টাকা৷ ই-কমার্স সাইট ফ্লিপকার্টে এক্সক্লুসিভলি মিলছে হ্যান্ডসেটটি৷

ভারতীয় মোবাইল সংস্থা Swipe Technologies বাজারে আনল নতুন ফোর-জি স্মার্টফোন Swipe Elite 2 Plus৷ ডুয়াল সিমের এই স্মার্টফোনটির দাম মাত্র ৪,৪৪৪ টাকা৷ ই-কমার্স সাইট ফ্লিপকার্টে এক্সক্লুসিভলি মিলছে হ্যান্ডসেটটি৷

আরও দেখুন : রিলায়েন্স তাদের যুজর্স দের দিল একটি চমত্কার উপহার, ফ্রি ডেটা অফারের সময়সীমা বাড়াচ্ছে রিলায়েন্স জিও

Swipe Elite 2 Plus-এর স্ক্রিন ৫ ইঞ্চির৷ কোয়াড কোর প্রসেসরের সঙ্গে ১GB ব়্যাম৷ ৮GB ইন্টারনাল স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে, এসডি কার্ডের সাহায্যে এক্সপ্যান্ডেবল ৩২GB পর্যন্ত৷

ক্যামেরার প্রসঙ্গে আসা যাক৷ ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরার সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ৷ তবে ফ্রন্ট ক্যামেরা খুব একটা শক্তিশালী নয়, মাত্র ২ মেগাপিক্সেলের৷ ২৫০০ এমএএইচ ব্যাটারি বিশিষ্ট এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ আপডেট৷

গত আগস্ট মাসে Swipe Technologies বাজারে আনে Konnect Plus বাজেট স্মার্টফোন৷ ৪,৯৯৯ টাকার ওই ডুয়াল সিমের হ্যান্ডসেটের ডিসপ্লে ৫ ইঞ্চির, রেজোলিউশন HD৷

আরও দেখুন : স্যামসাং দেশের বাজারে আনল গ্যালাক্সি On Nxt

আরও দেখুন : ভারতে স্মার্টফোন বাজারে লঞ্চ হল LYF F1 স্মার্টফোন, মুল্য Rs. 13,399

Digit NewsDesk

Digit NewsDesk

Digit News Desk writes news stories across a range of topics. Getting you news updates on the latest in the world of tech. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo