স্পেসিফিকেশানের তুলনা মূলক আলোচনা Realme U1 Vs Honor 8C

স্পেসিফিকেশানের তুলনা মূলক আলোচনা Realme U1 Vs Honor 8C
HIGHLIGHTS

আজকে আমরা আপনাদের জন্য দুটি লেটেস্ট ডিভাইসের তুলনা মূলক আলোচনা নিয়ে এসেছি, যা সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে এই দুটি ফোন হল Realme U1 আর Honor 8C

ভারতে অবশেষে Realme তাদের U সিরিজের প্রথম স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে, এটি বিশ্বের প্রথম ফোন যা MdiaTek Helio P20 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এই RelameU1 ফোনটির 3GB/32GB ভেরিয়েন্টের দাম ভারতে 11,999 টাকা। আর অন্য দিকে Honor 8C ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 632 প্রসেসার আছে আর এর সঙ্গে এর দাম 11,999 টাকা। আর এবার আমরা এই দুটি ফোনের স্পেসিফিকেশানের একটি তুলনা মূলক আলোচনা করে দেখব।

Relame U1 ফোনটিতে 6.3 ইঞ্চির ডিসপ্লে আছে আর এর রেজিলিউশান 1080×2340 পিক্সাল আর এর সঙ্গে আমরা যদি Honor 8C ফোনটি দেখি তবে এই ফোনে আপনারা 6.2 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে যার রেজিলিউশান 720×1520 পিক্সাল। আর এর সঙ্গে আমরা যদি দুটি ফোনের ডিসপ্লের দিকটি দেখি তবে দেখা যাবে যে Relme U1 ফোনটি ডিসপ্লের ক্ষেত্রে Honor 8C র থেকে এগিয়ে আছে।

আর এবার আমরা যদি প্রসেসারের বিষয়টি দেখি তবে RelameU1 ফোনটিতে মিডিয়াটেক হেলিও P70 প্রসেসার দেওয়া হয়েছে। আর সেখানে Honor 8C ফোনটিতে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 632 প্রসেসার আছে।

আর এবার যদি আমরা দুটি ফোনের ক্যামেরার দিকটি দেখি তবে দেখা যাবে যে Relame U1 ফোনটিতে 25MP র ফ্রন্ট ক্যামেরা আছে আর ডুয়াল রেয়ার ক্যামেরা 13MP+2MPর। আর এবার যদি আমরা Honor 8C ফোনটি দেখি তবে এই ফোনে আপনারা ডুয়াল রেয়ার ক্যামেরাতে 13MP+2MP র ক্যামেরা পাবেন।

আর Relame U1 আর Honor 8C দুটি ফোনই ভারতে 11,999 টাকায় লঞ্চ করা হয়েছে। আর Honor 8C ফোনটি অ্যামাজনে ডিসেম্বর 10 থেকে আর Realme U1 ফোনটি 5 ই ডিসেম্বর থেকে অ্যামাজন থেকে কেনা যাবে।  

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo