স্পেক্সের তুলনায় Samsung Galaxy M20 আর Realme 2 Pro

স্পেক্সের তুলনায় Samsung Galaxy M20 আর Realme 2 Pro
HIGHLIGHTS

Samsung Galaxy M20 স্মার্টফোনটি সম্প্রতি লঞ্চ করা হয়েছে আর Realme 2 Pro ফোনটি গত বছর ভারতে লঞ্চ করা হয়েছিল

Samsung য়ের Galaxy M20 আর Realme 2 Pro দুটি ফোনের মধ্যে স্পেসিফিকেশানের তুলনার মাধ্যমে আমরা আজকে দেখব যে কোন ফোনটি ভাল হার্ডওয়্যার অফার করে। আর এই দুটি ফোনের ডিসপ্লের টপে ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে।

প্রথমে আমরা যদি ডিসপ্লের দিকটি দেখি তবে Realme 2 Pro ফোনে আপনারা একটি 6.3 ইঞ্চির ডিসপ্লে পাবেন আর দুটি স্মার্টফোনেই ডিসপ্লের রেজিলিউশান 2340X1080 পিক্সাল। আর সেখানে Samsung Galaxy M20 ফোনে আপনারা 6.3 ইঞ্চির FHD+ ইনিফিনিটি V ডিসপ্লের ফোন পাবেন যা 1080×2340 পিক্সাল রেজিলিউশানের। আর এই দুটি ফোনের টপে ওয়াটার ড্রপ নচ আছে।

আমরা যদি এই দুটি ফোনের প্রসেসারের বিষয়ে কথা বলি তবে বলতে হয় জে Realme 2 Pro ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 অক্টা কোর প্রসেসার পাবেন। আর Samsung Galaxy M20 ফোনে আপনারা এক্সিয়ন্স অক্টা কোর প্রসেসার পাবেন আর এই ফোনের স্টোরেজ 3GB/32GB আর 4GB /64 GB.

আমরা যদি দুটি ফোনের ক্যামেরার দিকটি দেখি তবে Realme 2 Pro ফোনে আপনারা একটি 16MP+2MP র রেয়ার ক্যামেরা পাবেন। আর স্যামসাংয়ের ফোনের ব্যাকে আপনারা 13MP+5MP র ডুয়াল রেয়ার ক্যামেরা পাবেন। আর এই ফোনের ফ্রন্টে একটি 13MP র ক্যামেরা আছে।

Realme 2 Pro ফোনটিতে 3,500mAH য়ের ব্যাটারি আছে আর সেখানে galaxy M20 ফোনে আপনারা 5,000mAh য়ের ব্যাটারি পাবেন আর এটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে আর USB টাইপ C পোর্টের সঙ্গে এসেছে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo