RealMe U1 আর Asus Zenfone Max Pro M2 টিটেনিয়াম এডিশানের স্পেক্সের তুলনা

RealMe U1 আর Asus Zenfone Max Pro M2 টিটেনিয়াম এডিশানের স্পেক্সের তুলনা
HIGHLIGHTS

Realme U1 3GB/32Gb ভেরিয়েন্টটি এই সময়ে ভারতে 1000 টাকার ডিস্কাউন্টে কেনা যাচ্ছে আর এর পরে এই ফোনটি এখন অ্যামাজনে 10,999 টাকায় কেনা যাচ্ছে আর এর সঙ্গে আমরা যদি আজকে Asus য়ের লেটেস্ট Zenfone Max Pro M2 Titanium Edition য়ের তুলনা করব আর এই তুলনা ফোন দুটির স্পেসিফিকেশান, ফিচার্স আর দামের ভিত্তিতে করেছি

Asus Zenfone Max Pro M2 ফোনটি 2018 সালের বাজেট সেগমেন্টের একটি সেরা ফোন। আর এই ফোনটিতে কর্নিং গোরিলা গ্লাস 6 আর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার আছে। আর অন্য দিকে এই ফোনের সঙ্গে আমরা Realme U1 ফোনটির তুলনা করে দেখব, যে ফোনটিতে মিডিয়াটেক হেলিও P70 চিপসেট দেওয়া হয়েছে। আর এই ফোনটি 10,000 টাকা দামের মধ্যে একটি সেরা অপশান। আর এখন Realme U1 ফোনটি ভারতে 1,000 টাকা দাম কমেছে। আর এখন 4GB র‍্যাম ভেরিয়েন্টটি একই দামে কেনা যাচ্ছে। আর আজকে আমরা সেই দুই স্মার্টফোনের তুলনা করে দেখব যে গুলি একই দামের মধ্যে পাওয়া যায়।

Asus Zenfone Pro M2 ফোনটিতে আপনারা 6.2 ইঞ্চির ডিসপ্লে পাবেন যা 1080×2280 পিক্সালে রেজিলিউশানের। আর এই ফোনটিতে একটি ট্র্যাডিশানাল নচ দেওয়া হয়েছে আর এই ফোনে ফ্রন্ট ক্যামেরা আর মাইক আছে এই নচে। আর অন্য দিকে RelameU1 ফোনটি একটু বড় 6.3 ইঞ্চির স্ক্রিন যুক্ত যার রেজিলিউশান 1080×2340 পিক্সাল। আর এই ফোনে আপনারা ওয়াটার ড্রপ নচ পাবেন।

Asus Zenfone Max Pro M2 ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 পাবেন।, আর এর সঙ্গে এই ফোনে 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ আছে। আর অন্য দিকে RealMe U1 ফোনটি প্রথম স্মার্টফোন যা মিডিয়াটেক হেলিও P70 চিপসেট দেওয়া হয়েছে। আর এই ফোনে 3GB র‍্যামের সঙ্গে 32GB স্টোরেজ পাওয়া যায়।

ক্যামেরার দিকে RelameU1 ফোনে আপনারা সেলফিতে 25MP র AI নির্ভর ক্যামেরা পাবেন। আর এর সগে এই ফোনে ডুয়াল 13MP+2MP র ক্যামেরা আছে। আর আসুসের Asus Zenfone Mx Pro M2 ফোনটিতে আপনারা ডুয়াল ক্যামেরাতে 12MP+5MP র ক্যামেরা পাবেন আর এর সঙ্গে এই ফোনে ফ্রন্টে 13MP র ক্যামেরা পাবেন।

Asus Zenfone Max Pro M2 টিটেনিয়াম এডিশানটি 12,999 টাকায় পাওয়া যায়। আর সেখানে RelameU1 ফোনটি এখন ডিস্কাউন্টেড দামে 10,999 টাকায় কেনা যায়।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo