Nokia 8.1 ইয়ের সঙ্গে Honor 8X ফোনটির স্পেক্সের তুলনা

Updated on 21-Dec-2018
HIGHLIGHTS

Nokia 8.1 ফোনটি ভারতে কয়েক সপ্তাহ আগে লঞ্চ হয়েছে আর এই ফোনটি অ্যামাজন থেকে কেনা যাবে আর আজকে আমরা এই ফোনটির সঙ্গে Honor 8X ফোনটির স্পেক্সের তুলনা করে দেখব

Nokia 8.1 ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 710 প্রসেসার আর নচ ডিসপ্লে দেওয়া হয়েছে আর এই ফোনটি ভারতে অ্যামাজন থেকে কেনা যাবে। আর অন্য দিকে আমাদের কাছে আজকে Honor 8X ফোনটি আছে এই ফোনটিও ডুয়াল ক্যামেরা আর নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ হয়েছে। আর এই ফোনটির দুটি ভেরিয়েন্ট ভারতে পাওয়া যায়। আর আসুন আজকে আমরা এই দুটি মিড রেঞ্জের ফোনের স্পেক্সের তুলনা করে দেখে নি।

Nokia 8.1 ফোনটিতে 6.18 ইঞ্চির ডিসপ্লে আছে আর এর রেজিলিউশান 1080×2244 পিক্সাল আর সেখানে Honor 8X ফোনটিতে একটু বড় 6.5 ইঞ্চির ডিসপ্লে আছে আর যার রেজিলিউশান 1080×2340 পিক্সাল। আর এই দুটি ডিসপ্লেতেও নচ আছে।

আর এবার যখন পার্ফর্মেন্সের বিষয়ে কথা বলব তখন এই Nokia 8.1 ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 710 প্রসেসার আর 4GB র‍্যাম আর 64GB স্টোরেজের সঙ্গে এসেছে। আর অন্য দিকে Honor 8X ফোনটি Kirin 710 অক্টা কোর প্রসেসার 4GB র‍্যাম আর 64GB স্টোরেজের সঙ্গে এসেছে।

আর ক্যামেরার ক্ষেত্রে দেখা যাবে যে এই Nokia 8.1 ফোনটি ডুয়াল 12MP+13MP র ক্যামেরা যুক্ত আর সেখানে Honor 8X ফোনটি ডুয়াল 20MP+2MP র ক্যামেরা যুক্ত। আর এক দিকে Nokia 8.1 ফোনটিতে ফ্রন্টে 20MP আর আর Honor 8X ফোনে ফ্রন্টে 16MP র ক্যামেরা সেন্সার আছে।

ভারতে Honor 8X ফোনটির দাম  14,999 টাকা। আর সেখানে নোকিয়া 8.1 ফোনের দাম 26,999 টাকা।

Connect On :