স্পেসিফিকেশানের তুলনা Nokia 8.1 vs Oppo R17 Pro

Updated on 11-Dec-2018
HIGHLIGHTS

এখানে আজকে আমরা Nokia 8.1 য়ের সঙ্গে Oppo R17 Pro ফোনটির একটি তুলনা মূলক আলোচনা করে দেখব

Nokia 8.1 ফোনটি সম্প্রতি দুবাইতে একটি ইভেন্টে লঞ্চ করা হয়েছে । এই ফোনে স্ন্যাপড্র্যাগন 710 প্রসেসার আছে আর এতে ডুয়াল রেয়ার ক্যামেরা আছে। এই ফোনটির সঙ্গে আজকে আমরা Oppo R17 Pro ফোনের তুলনা করবে। নোকিয়ার ফোনটি সবে গত কালই ভারতে লঞ্চ হয়েছে। এই Oppo R17 Pro ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 য়ের প্রসেসার আছে। আসুন তবে এই দুটি ফোনের একটি তুলনামূলক আলোচনা করে দেখা যাক।

ডিসপ্লে

Nokia 8.1 ফোনটি 6.18 ইঞ্চির ফুল HD+ এডজ টু এডজ ডিসপ্লের সঙ্গে এসেছে। আর এই ফোনটি ট্র্যাডিশেনাল রেকটাঙ্গুলার নচের সঙ্গে লঞ্চ করা হয়েছে।

অন্য দিকে Oppo R17 Pro ফোনটিতে একটু বড় ডিসপ্লে আছে আর এই ফোনে 6.4 ইঞ্চির ডিসপ্লে 2340×100 পিক্সাল রেজিলিউশানের সঙ্গে এসেছে। আর এই ফোনে একটি ছোট ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে আর এটি বেজেল লেস স্মার্টফোন।

ক্যামেরা

Nokia 8.1 ফোনটি ডুয়াল রেয়ার ক্যামেরাতে 12MP+13MP র ক্যামেরা যুক্ত আর এই ফোনে পোট্রেড ছবি তোলা যায়। আর এই ফোনটি অপ্টিকাল স্টেবিলাইজেশান যুক্ত আর এই ফোনে বোখে এফেক্টও পাওয়া যায়। আর এই ফোনের ফ্রন্টে একটি 20MP র সেন্সার আছে।

Oppo R17 Pro ফোনটিতে ট্রিপেল রেয়ার ক্যামেরা আছে আর এই ফোনের এটি সব থেকে বড় USP। এই ফোনটিতে 12MP র প্রাইমারি ক্যামেরা 20MP র সেকেন্ডারি ক্যামেরা আর তৃতীয় ক্যামেরাটি TOF 3D ইমেজ প্রযুক্তি যুক্ত। আর এই ফোনের ফ্রন্টে একটি 25MP র ক্যামেরা দেওয়া হয়েছে।

প্রসেসার আর মেমারি

Nokia 8.1 ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 710 অক্টা কোর প্রসেসার দেওয়া হয়েছে, আর এই প্রসেসার যুক্ত এটি বিশ্বের প্রথম ফোন। আর এই ফোনে 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ দেওয়া হয়েছে আর এর স্টোরেজকে 400GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে।

আর Oppo R17 Pro ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 প্রসেসার দেওয়া হয়েছে। আর এই ফোনে 8GB র‍্যামের সঙ্গে 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। আর এই ফোনের স্টোরেজকে এক্সপেন্ড করা যায় না আর এটি অনেকের জন্য নিরাশা জনক হতে পারে।

ব্যাটারি

Nokia 8.1 ফোনটিতে 3,500mAh য়ের ব্যাটারি আছে আর এটি 18W য়ের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর কোম্পানি অনুসারে এই ফোনটি 2 দিনের ব্যাটারি দেয়।

আর Oppo R17 Pro ফোনটিতে 3,700mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে আর কোম্পানি অনুসারে এটি এক দিনের ব্যাটারি লাইফ দেয়। আর এটি কোম্পানির Vocc ফাস্ট চার্জিনবগ প্রযুক্তি যুক্ত। আর এই ফোনটি 15 মিনিটে 50% পর্যন্ত চার্জ করতে পারে।

দাম

Nokia 8.1 ফোনটির দাম 26,999 টাকা। আর এই ফোনটি অ্যামাজন ইন্ডিয়াতে প্রি অর্ডার করা যাচ্ছে।

আর অন্য দিকে Oppo R17 Pro ফোনটির 8GB/128GB ভেরিয়েন্টটি 45,999 টাকায় পাওয়া যায়।

Connect On :