মাইক্রোম্যাক্স ভারতে তাদের দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এই Maicromax Infinity N11 আর N12 ফোন দুটি কোম্পানির লেটেস্ট স্মার্টফোন। দুটি স্মার্টফোনেই ডিসপ্লে নচ আর 4,000mAh য়ের ব্যাটারি আছে। আর আসুন এবার এই দুটি ফোনের স্পেক্সের একটি তুলনামূলক আলোচনা করে দেখা যাক।
Micromax Infinity N11 আর N12 ফোন দুটি প্রায় একই স্পেক্স অফার করে। তবে যাই হোক না কেন এই দুটি ফোনের প্রধান পার্থক্য এদের র্যামের।
দুটি মাইক্রোম্যাক্স ফোনই মানে ইনফিনিটি N11 আর N12 য়ে 6.19 ইঞ্চির HD+ ডিসপ্লে আছে আর এদের রেজিলিউশান 720×1500 পিক্সাল। আর এই ফোন দুটি নচ যুক্ত ফোন, আর যেখানে ফ্রন্ট ফেসিং ক্যামেরা আর স্পিকার দেওয়া হয়েছে।
এই স্মার্টফোন দুটি মিডিয়াটেক হেলিও P22 অক্টা কোর প্রসেসার যুক্ত যার ক্লক স্পিড 2GHz। আর Micromax Infinity N11 ফোনটি 2GB র্যাম আর 32GB স্টোরেজ যুক্ত। আর সেখানে ইনফিনিটি N12 ফোনটিতে আপনারা 3GB র্যামের সঙ্গে 32GB স্টোরেজ অপশান পাবেন। আর এই ফোনের স্টোরেজকে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করা যায়।
এবার যদি আমরা দুটি ফোনের ক্যামেরার দিকটি দেখি তবে দেখা যাবে যে দুটি ডিভাইসই একই রকমের ডুয়াল 13MP+5MP র ক্যামেরা যুক্ত। আর N11 ফোনটিতে ফ্রন্টে একটি 8MP র ক্যামেরা দেওয়া হয়েছে আর সেখানে N12 ফোনের ফ্রন্টে 16MP র ক্যামেরা আছে।
দুটি ফোনই অ্যান্ড্রয়েড 8.1 ওরিও যুক্ত, আর এই ফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9.0 পাইয়ের আপডেট পাবে বলে জানা গেছে। মাইক্রোম্যাক্স ইনফিনিটি N11 আর N12 ফোনের দাম যথাক্রমে 8,999 টাকা আর 9,999 টাকা।