স্পেক্সের তুলনায় Lenovo Z5s আর Xiaomi Redmi Note 6 Pro
Lenovo Z5s ফোনটি চিনে লঞ্চ হয়েছে, আর এই ফোনটিতে ট্রিপেল রেয়ার ক্যামেরা আছে আর এই ফোনটি ডিও ড্রপ নচের সঙ্গে এসেছে আর এই ফোনের সঙ্গে আমরা আজকে Xiaomi Redmi Note 6 Pro ফোনের স্পেক্সের তুলনা করে দেখব
Lenovo Z5s ফোনটি ট্রিপেল ক্যামেরা সেটআপ আর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 710 প্রসেসারের সঙ্গে চিনে লঞ্চ হয়েছে আর এর দাম CNY 1,398 (আনুমানিক 14,000 টাকা)। আর এই ফোনটি যে দামের রেঞ্জে লঞ্চ হয়েছে তাতে Xiaomi Redmi Note 6 Pro ফোনটি এই রেঞ্জের একটি জনপ্রিয় ফোন। আর আজকে আমরা এই দুটি ফোনের স্পেক্সের তুলনা করে দেখব।
Lenovo Z5s ফোনটি 6.3 ইঞ্চির ডিসপ্লে যুক্ত যার রেজিলিউশান 1080×2340 পিক্সাল। আর এই ফোনে টিয়ার ড্রপ নচ দেওয়া হয়েছে। আর যাতে শুধু ফ্রন্ট ফেসিং ক্যামেরাই আছে। আর অন্য দিকে Xiaomi Redmi Note 6 Pro ফোনটি একটু ছোট 6.26 ইঞ্চির নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে আর এর রেজিলিউশান 1080×2280 পিক্সাল।
আর আমরা যদি এবার প্রসেসারের দিকটি দেখি তবে Lenovo Z5s ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 710 প্রসেসার আছে আর এটি 4GB র্যাম আর 64GB স্টোরেজ যুক্ত। আর অন্য দিকে Xiaomi Redmi Note 6 Pro ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 অক্টা কোর প্রসেসার আর 4GB র্যাম আর 64GB স্টোরেজ যুক্ত।
আর আমরা যদি ক্যামেরার দিকটি দেখি তবে Xiaomi Redmi Note 6 Pro ফোনটি প্রথম স্মার্টফোন যা কোম্পানি চারটি ক্যামেরার সঙ্গে নিয়ে আসে আর এই ফোনে দুটি ফ্রন্ট আর দুটি ব্যাক ক্যামেরা আছে এগুলি হল যথাক্রমে 12MP+5MP আর 20MP+2MP।
আর অন্য দিকে Lenovo Z5s ফোনটি লেনোভোর প্রথম ফোন যাতে কোম্পানি ট্রিপেল রেয়ার ক্যামেরা দিয়েছে। এই ফোনে 16MP+8MP+5MP র ক্যামেরা আছে আর এই ফোনের ফ্রন্টে একটি 16MP র ক্যামেরা দেওয়া হয়েছে।
Xiaomi Redmi Note 6 Pro ফোনটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যায়- 4GB/64GB, 6GB/64GB আর এই ফোনের দাম যথাক্রমে 13,999 টয়াকা আর 15,999 টাকা। আর অন্য দিকে এই Lenovo Zs5 ফোনটি চিনে CNY 1,398(14,000 টাকা আনুমানিক)য়ে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটি ভারতে কবে আসবে বা আসবে কিনা এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানা যায়নি।