Honor Play8A আর RealMe U1 ফোনের স্পেক্সের তুলনা

Updated on 15-Jan-2019
HIGHLIGHTS

Honor Play 8A ফোনটি চিনে গত সপ্তাহে লঞ্চ করা হয়েছে, আর এই ফোনটির সঙ্গে RealME U1 য়ের প্রতিযোগিতা হবে, আর আজকে আমরা এই দুটি ফোনের স্পেক্সের তুলনা করে ফোন দুটির মধ্যে তুলনা করব

Honor 8A ফোনটি চিনে অফিসিয়ালি গত সপ্তাহে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটি ওয়াটার ড্রপ নচের সঙ্গে লঞ্চ করা হয়েছে আর এই ফোনটি Honor 7A ফোনের পরবর্তী জেনারেশানের ফোন। আর এর সঙ্গে আমরা আজকে 25MP AI ক্যামেরা যুক্ত RealME U1 ফোনের তুলনা করে দেখব। এই ফোনেও একটি ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে। আর আসুন এবার এই দুটি ফোনের স্পেক্সের তুলনা করে দেখা যাক।

প্রথমে এই দুটি ফোনের ডিসপ্লের তুলনা করে দেখা যাক। দুটি স্মার্টফোনটি 6.3 ইঞ্চির ডিসপ্লে যুক্ত আর দুটি ফোনেও ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে। আর Relame U1 ফোনটিতে 2340×1080 পিক্সাল রেজিলিউশান দেওয়া হয়েছে আর সেখানে Honor Play 8 ফোনটিতে 720×1560 পিক্সাল রেজিলিউশান দেওয়া হয়েছে।

আর এবার যদি পার্ফর্মেন্সের কথা বলা হয় তবে Honor Play 8A ফোনটি মিডিয়াটেক হেলিও P35 প্রসেসার যুক্ত যার ক্লক স্পিড 2.3GHz। আর সেখানে RelameU1 ফোনটি মিডিয়াটেক হেলিও P70 প্রসেসার যুক্ত আর এই ফোনের ক্লক 2.1GHz।

আর ক্যামেরার ক্ষেত্রে honor Play 8A ফোনে 13MP র ব্যাক ক্যামেরার সঙ্গে 8MP র সেন্সার দেওয়া হয়েছে। আর অন্য দিকে Realme U1 ফোনটিতে 25MP AI পাওয়ার্ড ক্যামেরার সঙ্গে বোখে এফেক্ট দেওয়া হয়েছে। আর এই ফোনের ব্যাক সাইডে 13MP+2MP র ক্যামেরা দেওয়া হয়েছে।

Honor Play 8 ফোনটি চিনে লঞ্চ হয়েছে আর এই ফোনের ভারতের লঞ্চ বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আর অন্য দিকে Realme U1 ফোনটি অ্যামাজনে 11,999 টাকায় পাওয়া যায়।

Connect On :