Honor View 20 র সঙ্গে Huawei P20 Pro ফোনটির স্পেক্সের তুলনা

Honor View 20 র সঙ্গে Huawei P20 Pro ফোনটির স্পেক্সের তুলনা
HIGHLIGHTS

Honor View 20 ফোনটি ভারতে অ্যামাজনে পাওয়া যাবে আর এই ফোনটি কোম্পানির প্রথম ফোন যা 48MP র ব্যাক ক্যামেরা সেন্সারের সঙ্গে লঞ্চ হয়েছে আর এর সঙ্গে আজকে আমরা হুয়াওয়ের ফ্ল্যাগশিপ ফোন P20 Pro র স্পেক্সের তুলনা করে দেখব

হুয়াওয়ের সাব ব্র্যান্ড হনার তাদের View 20 ফোনটি ভারতে নিয়ে এসেছে। অনেক দিনের অপেক্ষার পরে Honor View 20 ফোনটি ভারতে অ্যামাজনে এসেছে। আর এই ফোনটির ব্যাকে 48MP র ব্যাক ক্যামেরা আছে, আর এর সঙ্গে এই ফোনে TOF 3D ক্যামেরা আছে। আর কোম্পানি ভারতে এই ফোনটি 37, 999 টাকায় লঞ্চ করেছে। আর অন্য দিকে Huawei র ফ্ল্যাগশিপ ফোন P20 Pro একটি শক্তিশালী ডিভাইস যা কিরিন 970 প্রসেসারের সঙ্গে এসেছে। আসুন আমরা এই দুটি ফোনের স্পক্স একবার তুলনা করে দেখেনি।

আজকে আমরা এই দুটি স্মার্টফোনের ডিটেল তুলনার প্রথমে এদের ডিসপ্লে দেখেনি। Honor View 20 ফোনটি 6.39 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে 1080×2310 পিক্সাল রেজিলিউশানের আর এর সঙ্গে Huawei P20 Pro স্মার্টফোনে আপনারা 6.10 ইঞ্চির ডিসপ্লে পাবেন 1080×2240 পিক্সালের।

আর এবার যদি প্রসেসার দেখি তবে দেখা যাবে Honor View 20 ফোনে আপনারা লেটেস্ট কিরিন 980 প্রসেসার আর 6GB র‍্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজ মেমারি আছে। আর অন্য দিকে Huawei P20 Pro ফোনটিতে কিরিন 970 প্রসেসার দেওয়া হয়েছে। আর এর সঙ্গে ফোনে আছে 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ।

আর দুটি স্মার্টফোনেরই প্রধান হাইলাইট হল এদের ক্যামেরা। Honor View 20 ফোনটি বিশ্বের প্রথম ফোন যা ডুয়াল 48MP+TOF 3D রেয়ার ক্যামেরার সঙ্গে এসেছে আর অন্য দিকে Huawei P20 ফোনটি ট্রিপেল ক্যামেরা 40MP+20MP+8MP র ক্যামেরা আছে। আর ফ্রন্টে Honor View 20 ফোনে 25MP র ক্যামেরা আছে আর এর সঙ্গে Huawei P20 Pro ফোনটিতে 24MP র ক্যামেরা আছে।

Honor View 20 ফোনটি  ভারতে 37,999 টাকায় অ্যামাজনে পাওয়া যায় আর অন্য দিকে Huawei P20 Pro ফোনটি অ্যামাজনে ডিস্কাউন্টের পরে 59,999 টাকায় পাওয়া যায়।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo