স্পেসিফিকেশানের তুলনাঃ Honor 8X vs Nokia 6.1 Plus

স্পেসিফিকেশানের তুলনাঃ Honor 8X vs Nokia 6.1 Plus
HIGHLIGHTS

আজকে আমরা আপনাদের জন্য আরও দুটি ফোনের স্পেক্সের তুলনা মূলক আলোচনা নিয়ে এসেছি, আজকে আমরা আপনাদের Honor 8X য়ের সঙ্গে Nokia 6.1 Plus ফোনটির স্পেক্সের তুলনা করে দেখব

এই বছরের মে মাসে চিনে Nokia 6.1 Plus ফোনটি লঞ্চ করেছিল Nokia X6 নামে। আর এই ডিভাইসটি একটি গুগল অ্যান্ড্রয়েড ওয়ান প্রোগ্রামের ফোন যা অ্যান্ড্রয়েড 8.1 Oreo র সঙ্গে এসেছে। আর এই ফোনটি 5.8 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে যুক্ত আর এই ফোনটি নচের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর অন্য দিকে আমরা যদি Honor 8X ফোনটি দেখি তবে দেখা যাবে যে এই ফোনটি একটি মিড রেঞ্জের ফোন আর এটি কোম্পানি সম্প্রতি লঞ্চ করেছে। এই ফোনটি নচের সঙ্গে কিরিন 659 অক্টা-কোর প্রসেসার যুক্ত। আসুন তবে আমরা এবার এই দুটি ফোনের একটি তুলনামূলক আলোচনা করে দেখি।

প্রথমে এই দুটি ফোনের ডিসপ্লের দিকটি দেখে নেওয়া যাক। Honor 8X ফোনটিতে 6.5 ইঞ্চির ডিসপ্লে আছে আর এর রেজিলিউশান 1080×2340 পিক্সাল। আর সেখানে Nokia 6.1 Plus ফোনটিতে একটি 5.8 ইঞ্চির ডিসপ্লে 1080×2280 পিক্সাল রেজিলিউশানের সঙ্গে এসেছে। আর এই ফোনটি দুটির ক্ষেত্রে Honor 8X ফোনটির ডিসপ্লে বেশি বড়।

আর এবার আমরা যদি দুটি ফোনের পার্ফর্মেন্স দেখি তবে Honor 8X ফোনটি কিরিন 710 অক্টা কোর প্রসেসার যুক্ত আর সেখানে Nokia 6.1 Plus ফোনটি Qualcomm Snapdragon 636 প্রসেসার যুক্ত।

Honor 8X ফোনটিতে ডুয়াল 20MP+2MP র রেয়ার ক্যামেরা আছে আর এর ফ্রন্টে একটি 16MP র ক্যামেরা দেওয়া হয়েছে। আর সেখানে Nokia 6.1 Plus ফোনটিতে ডুয়াল 16MP+5MP র ডুয়াল ক্যামেরার সঙ্গে 16MP র রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে।

Honor 8X ফোনটি অ্যামাজন ইন্ডিয়াতে 14,999 টাকায় কেনা যাবে আর Nokia 6.1 Plus ফোনটি আপনারা ভারতে 15,999 টাকায় কিনতে পারবেন।  

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo