স্পেক্সের তুলনায় Meizu C9 আর Meizu M6

স্পেক্সের তুলনায় Meizu C9 আর Meizu M6
HIGHLIGHTS

Meizu বাজেট ফোনের জন্যই বেশি পরিচিত আর কোম্পানির লেটেস্ট Meizu C9 আর একটি অ্যাফোর্ডেবেল স্মার্টফোন আর এর সঙ্গে কোম্পানির M6 ফোনটির একটি তুলনা আজকে আমরা করে দেখব

Meizu তাদের লেটেস্ট C9 ফোনটি ভারতে 5 ডিসেম্বর লঞ্চ করে দিয়েছে আর এটি অ্যামাজন এক্সক্লিউশিভ হিসাবে এসেছে আর এর দাম 4,999 টাকা। এই স্মার্টফোনটিতে 5.45 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে আর এটি ফেস আনলক সাপোর্ট করে। আর অন্য দিকে আমরা Meizu M6 ফোনটির বিষয়ে কথা বলব যা 2017 সালে 5,490 টাকায় ভারতে লঞ্চ হয়েছিল। আর আসুন আমরা এই দুটি ফোনের স্পেক্সের একটি তুলনা মূলক আলোচনা করে দেখি।

ডিসপ্লে

Meizu C9 ফোনটিতে 5.45 ইঞ্চির ডিসপ্লে আছে যা 720×1520 পিক্সাল রেজিলিউশান যুক্ত। আর অন্য দিকে Meizu M6 ফোনটিতে একটুই ছোট 5.2 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে আর এর রেজিলিউশান 720×1280 পিক্সাল। আর Meizu C9 ফোনটিতে একটি বড় স্ক্রিন আচঝে আর এর প্যানেলে রেজিলিউশানও বেশি ভাল।

প্রসেসার আর মেমারি

Meizu C9 ফোনটি Cortex A53 অক্টা কোর প্রসেসার যুক্ত আর এটি 2GB র‍্যাম আর 16GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত ফোন। আর অন্য দিকে Meizu M9 ফোনটিতে মিডিয়াটেক 6750 অক্টা কোর প্রসেসার আছে। আর এই ডিভাইসটি 2GB র‍্যাম আর 16GB স্টোরেজ যুক্ত।

দুটি ডিভাইসের স্টোরেজই 128GB পর্যন্ত মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করা যাবে।

ক্যামেরা

দুটি C9 আর M6 ফোনেই 13MP র সেন্সার ব্যাক সাইডে আর ফ্রন্টে 8MP র ক্যামেরা আছে।

দাম

Meizu C9 ফোনটি অ্যামাজনে 4,999 টাকায় কেনা যাবে আর অন্য দিকে Meizu M6 ফোনটি 5,490 টাকায় কেনা যাবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo