স্পেক্সের তুলনায় Huawei Nova 4 য়ের সঙ্গে Huawei P20 Pro

Updated on 18-Dec-2018
HIGHLIGHTS

সম্প্রতি হুয়াওয়ে তাদের Nova 4 ফোনটি চিনে লঞ্চ করেছে আর আমরা এই ডিভাইসটির সঙ্গে হুয়াওয়ের ফ্ল্যাগশিপ ফোন P20 Pro য়ের স্পেক্সের তুলনা করে দেখব

Huawei P20 Pro ফোনটি কোম্পানির প্রথম স্মার্টফোন জা ট্রিপেল ক্যামেরা সেটআপের সঙ্গে এসেছে। আর হুয়াওয়ের ফ্ল্যাগশিপ ডিভাইস P20 Pro কিরিন 970 অক্টা কোর প্রসেসার যুক্ত। আর অন্য দিকে Huawei Nova 4 ফোনটি চিনে লঞ্চ হয়েছে আর এটি স্যামসাং A8s য়ের পরে দ্বিতীয় স্মার্টফোন যা ফ্রন্টে পাঞ্চ হোল কাটের সঙ্গে এসেছে। আর আমরা এই দুটি ডিভাইসের স্পেক্সের একটি তুলনামূলক আলোচনা করে দেখব।

ডিসপ্লে

Huawei P20 Pro ফোনটি 6.10 ইঞ্চির ডিসপ্লে যুক্ত আর এর রেজিলিউশান 1080×2240 পিক্সাল। আর এই ফোনটির টপে নচ আছে আর সেই নচে ফ্রন্ট ফেসিং ক্যামেরা আর স্পিকার দেওয়া হয়েছে। আর অন্য দিকে Huawei Nova 4 ফোনটিতে একটু বড় 6.4 ইঞ্চির ডিসপ্লে আছে আর এর ফ্রন্টে একটি পাঞ্চ হোল কাট যুক্ত সেখানে সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

প্রসেসার আর মেমারি

Huawei P20 Pro ফোনটিতে হুয়াওয়ের কিরিন 970 অক্টা কোর প্রসেসার আছে আর এই স্মার্টফোনটিতে 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। আর এই ফোনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করা যাবে।

Huawei Nova 4 ফোনটিতেও কোম্পানির কিরিন 970 অক্টা কোর প্রসেসার আছে। আর এই ফোনে 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ আছে।

ক্যামেরা

Huawei Nova 4 ফোনটি ব্যাকে ট্রিপেল ক্যামেরা সেটআপের সঙ্গে এসেছে। এই ফোনের ক্যামেরা গুলি হল-48MP, 20MP আর 2MP র আর এই ফোনের ফ্রন্টে একটি 25MP র ক্যামেরা আছে।

আর Huawei P20 Pro ফোনটিতে ট্রিপেল ক্যামেরা সেটআপে 40MP+20MP+8MP র ক্যামেরা আছে। আর এই ফোনের ফ্রন্টে একটি 24MP র ক্যামেরা দেওয়া হয়েছে।

চিনে Huawei Nova 4 ফোনটি 3,099 Yuan(32,000 টাকা আনুমানিক) দামে লঞ্চ করা হয়েছে আর সেখানে Huawei P20 Pro ফোনটি ভারতে অ্যামাজন থেকে 64,990 টাকায় কেনা যায়।

Connect On :