Honor 8C ফোনটি ডুয়াল রেয়ার ক্যামেরার সঙ্গে স্ন্যাপড্র্যাগন 632 প্রসেসারের সঙ্গে ভারতে 29 নভেম্বর লঞ্চ করা হয়েছে। আর অন্য দিকে আমরা অন্য যে ফোনটি আজকের তুলনামূলক আলোচনায় নিয়ে এসেছি তা হ ল Honort Play আর এটি হনার আগস্ট মাসে 19,999 টাকায় 4GB ভেরিয়েন্টে লঞ্চ করেছিল। আর আজকে আমরা এই দুটি ফোনের স্পেসিফিকেশানের তুলনা করে দেখব যে কোনটি কেমন।
আমরা প্রথমে দুটি ফোনের ডিসপ্লের একটি তুলনা মূলক আলোচনা করে দেখব। Honor 8C ফোনটি 6.2 ইঞ্চির ডিসপ্লে 720×1550 পিক্সাল যুক্ত। আর সেখানে Honor Play ফোনটিতে বড় 6.3 ইঞ্চির FHD+ ডিসপ্লে আছে।
আর এবার যদি আমরা প্রসেসারের দিকটি দেখি তবে Honor 8C ফোনটিতে কোয়াল্ক স্ন্যাপড্র্যাগন 632 প্রসেসার আছে আর Honor Play ফোনে হুয়াওয়ের Kirin 970 প্রসেসার দেওয়া হয়েছে।
আর এই দুটি ডিভাইসই ডুয়াল রেয়ার ক্যামেরার সঙ্গে এসেছে। Honor 8C ফোনটিতে 13MP+2MP র ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে আর সেখানে এই ফোনের ফ্রন্টে 8MP র ক্যামেরা দেওয়া হয়েছে। আর অন্য দিকে Honor Play ফোনে 16MP+2MP র ডুয়াল রেয়ার ক্যামেরা আছে আর এই ফোনের ফ্রন্টে 16MP র ক্যামেরা দেওয়া হয়েছে।
Honor 8C ফোনটি ভারতে 11,999 টাকার প্রাথমিক দামে কেনা যাবে আর সেখানে Honor Play ফোনটি 19,999 টাকায় কেনা যাবে।