Nokia 2.2 আর Nokia 3.2 ফোনের মধ্যে পার্থক্য

Nokia 2.2 আর Nokia 3.2 ফোনের মধ্যে পার্থক্য
HIGHLIGHTS

দুটি ফোনই অ্যান্ড্রয়েড ওয়ানের ফোন

ফোন দুটি অ্যান্ড্রয়েড পাই নির্ভর

ভারতে নোকিয়া একের পরে এক অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন লঞ্চ করেচলেছে। ভারতে এর আগেই Nokia 4.2 আর Nokia 3.2 ফোন দুটি ভারতে লঞ্চ হয়েছিল। আর এবার ভারতে এল নোকিয়ার নতুন সস্তার অ্যান্ড্রয়েড ওয়ান ফোন Nokia 2.2। আর আজকে আমরা এই নোকিয়া ফোনের সঙ্গে Nokia3.2 ফোনটির একটি তুলনা মূলক আলোচনা করে দেখব।

দুই নোকিয়া ফোনের ডিসপ্লে আর ডিজাইনের পার্থক্য

আমরা যদি প্রথমে ফোন দুটির ডিসপ্লে আর ডিজাইন দেখি তবে Nokia 2.2 ফোনে আপনারা একটি 5.71 ইঞ্চির ডিসপ্লে পাবেন যা 720×1520 পিক্সালের। আর এ রস্নগে Nokia 3.2 ফোনে আপনারা 6.26 ইঞ্চির ডিসপ্লে পাবেন আর এই ডিসপ্লের রেজিলিউশানও একই।

দুই নোকিয়া ফোনের ফিচার্স আর স্পেক্সের পার্থক্য

Nokia 2.2 ফোনে অ্যান্ড্রয়েড 9 পাই আছে যা অ্যান্ড্রয়েড ওয়ান নির্ভর আর এই ফোনে মিডিয়াটেক MT6761 হেলিও A22 প্রসেসার আছে আর এর সগে এই ফোনে আপনারা দুটি র‍্যাম আর স্টোরেজ ভেরিয়েন্ট পাবেন 2GB/16GB আর 3GB/32Gb আর যা মানে এই স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 400GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।

আর এবার যদি Nokia 3.2 ফোনটি আমরা দেখি তবে এই ফোনেও আপনারা অ্যান্ড্রয়েড 9 পাই অ্যান্ড্রয়েড ওয়ান বেসড পাবেন। আর এর সগে এই ফোনে অবশ্য কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 429 প্রসেসার আছে। আর এই ফোনের র‍্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টও একই আর স্টোরেজ কে 400GB পর্যন্ত মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করা যায়।

দুটি ফোনের ক্যামেরা ব্যাটারির পার্থক্য

আপনারা Nokia 2.2 ফোনে রেয়ার ক্যামেরাতে 13mp র ক্যামেরা পাবেন যা f/2.2 অ্যাপার্চারের আর এর সঙ্গে আপনারা এই ফোনে ফ্রন্টে একটি 5Mp র ক্যামেরা পাবেন। এই ফোনে একটি 3000mAh য়ের ব্যাটারি আছে।

Nokia 3.2 ফোনেও আপনারা 13MP রেয়ার‍ ক্যামেরার সঙ্গে একটি 5MP র ফ্রন্ট ক্যামেরা পাবেন। ফোনটিতে 4000mAH য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo