Sony Xperia ZG Compact স্ন্যাপড্র্যাগন 810’র সঙ্গে দেখা গেছে

Sony Xperia ZG Compact স্ন্যাপড্র্যাগন 810’র সঙ্গে দেখা গেছে
HIGHLIGHTS

এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 7.1.1 অপারেটিং সিস্টেমে চলবে

Xperia XZ1, Xperia XZ1 Compact আর Xperia X1 স্মার্টফোন গুলি, 31 আগস্ট সোনি প্রি-IFA 2017 এ লঞ্চ হতে পারে। গ্রিক বেঞ্চ বেঞ্চমার্কিং সাইটে Sony Xperia XG Compact স্মার্টফোনটি দেখা গেছে। এই লিস্টে এর অল্প কিছু স্পেসিফিকেশানের কথাই জানা গেছে। আজকের সেরা ডিল নিয়ে এল ফ্লিপকার্ট (১৬ আগস্ট)

গ্রিকবেঞ্চের লিস্টে, Sony Xperia ZG Compact এর সিঙ্গেল কোর টেস্টে 1349 পয়েন্ট পেয়েছে আর মাল্টি কোর টেস্টে 3049 পয়েন্ট পেয়েছে। গ্রিকবেঞ্চের লিস্ট অনুসারে Sony Xperia ZG Compact স্মার্টফোনটিতে 2GB র‍্যাম আর স্ন্যাপড্র্যাগন 810 1.55 GHz অক্টা কোর প্রসেসার যুক্ত হবে। এই হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাট অপারেটিং সিস্টেমে চলবে।

লিস্টে দেখা গেছে যে এই স্মার্টফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 810 চিপস্টেক যুক্ত হবে যা 2015 তে লঞ্চ হওয়া Z5 Compact এ দেখা গেছিল। একটি পুড়নো চিপস্টেক থাকবে। যখন 2017 সালে এই চিপস্টেকটি ব্যবহার করা হয়না। তাই আমাদের মতে আপনারা এখনই এই বিশেষ ফিচারটি সম্পূর্ণ সত্যি বলে মনে করবেন না।

আগের কিছু লিক অনুসারে, Xperia XZ1 এ 5.2 ইঞ্চির ফুল HD ডিসপ্লে থাকবে যা 1920 x 1080 পিক্সাল রেজিলিউশান যুক্ত হবে। এই ফোনটিতে লেটেস্ট কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার, 4GB র‍্যাম আর 3000mAh এর ব্যাটারি থাকবে।

Xperia XZ1 Compact, মডেল নম্বর G8441 এর ওপর বানানো ফ্ল্যাগশিপ ডিভাইসের একটি চোট এডিশান হবে। যা একই প্রসেসার আর র‍্যামের সঙ্গে পাওয়া যাবে। এই ডিভাইসটিতে 4.6 ইঞ্চির HD স্ক্রিন থাকবে যার রেজিলিউশান হবে 1280 x 720 পিক্সাল। এর ব্যাটারি 2,800mAh এর হবে। 

আজকের সেরা ডিল নিয়ে এল ফ্লিপকার্ট (১৬ আগস্ট)

সোর্সঃ ইমেজ সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo