Sony Xperia ZG Compact ফোনটি এই ফিচার্সের সঙ্গে গ্রিক বেঞ্চে দেখা গেছে
সোনি এই ফোনটি পুরনো চিপসেটের সঙ্গে লঞ্চ করবে বলে মনে হয়না, আর যেখানে আগস্টে আসা Xperia XZ1 Compact ফোনে স্ন্যাপড্র্যাগন 835 ছিল
আগস্ট মাসে গ্রিকবেঞ্চের লিস্টে Sony Xperia ZG Compact ফোনটি দেখা গেছে। এবার এই ফোনটি আরও একবার একটু আলাদা ভাবে দেখা গেছে।
আগস্টে যা দেখা গেছিল এখনকার গ্রিকবেঞ্চে তার থেকে কিছু আলাদা দেখা গেছে। ২০১৫ তে স্ন্যাপড্র্যাগন 810 এর সঙ্গে Xperia Z5 Compact পরিণামে অনেক কম।
তবে সোনি এই ফোনটি পুরনো চিপসেটের সঙ্গে লঞ্চ করবে বলে মনে হয়না, আর যেখানে আগস্টে আসা Xperia XZ1 Compact ফোনে স্ন্যাপড্র্যাগন 835 ছিল।
এর জন্য দুটি ব্যাখ্যা আছে। হয়ত এই ডিভাইসের নাম ভুল হতে পারে আর না হলে এটি শুধু ফোনের জন্য একটি ভ্রান্ত ধারনা। এছাড়া XZ1 Compact এর তুলনায় একটি কম দামের ডিভাইসে হতে পারে যা পুরনো হার্ডওয়্যারে চলবে।
সোনির মোশান আই ক্যামেরাটি সম্প্রতি আপডেট হয়েছে। যার ছবি ডিস্টের্শানের সঙ্গে যুক্ত। এই আপডেটটি প্রথমবার XZ Premium এ লঞ্চ করা হয়েছিল আর এবার এই আপডেটটি Xperia XZ1 আর XZ1 Compact এর জন্য দেওয়া হয়েছে। এই আপডেটটি নভেম্বর অ্যান্ড্রয়েড সিকিউরিটি পেজ যুক্ত।